IPL 2025: ফের আইপিএল সূচিতে বদলের সম্ভাবনা

গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল আইপিএল (IPL 2025) শুরুর সময়। ১৮তম আসর শুরুর প্রাথমিক সময় ১৪ মার্চ থাকলেও সেটি পিছিয়ে করা হয়েছিল ২১ মার্চ। তবে, পরিবর্তন আসতে পারে সেই সূচিতেও। আরও একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। দুই মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অবশ্য হবে আগের সূচি অনুযায়ী ২৫ মে।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই হতে চলেছে নতুন আসরের উদ্বোধনী ম্যাচ। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের ভেন্যু ইডেন গার্ডেনেই হবে উদ্বোধনী ম্যাচ (IPL 2025)। সম্ভাব্য প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আসরে ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল (IPL 2025) পরিচালনা কমিটি। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।

গত বছরের শেষ দিকে আইপিএলের (IPL 2025) মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি টাকা খরচ করেছিল। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটিতে কিনেছে ঋষভ পন্থকে। এখন ঋষভই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এছাড়া পাঞ্জাব ২৬.৭৫ কোটিতে কিনেছে শ্রেয়স আইয়ারকে।