আইপিএল-এর আগামী মরশুমে (IPL 2025) পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার। ২০২৫ সালের আইপিএল-এ পঞ্জাবের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাঁকে। প্রথম ম্যাচে যখন তিনি পাঞ্জাবাএর অধিনায়ক হিসেবে মাঠে নামবেন, তখন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি ইতিহাস তার নামের সঙ্গে লেখা হয়ে যাবে। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি আইপিএল-এ (IPL 2025) দুটির বেশি দলকে নেতৃত্ব দেবেন। এখন পর্যন্ত মাত্র দুজন ক্রিকেটার এটা করতে পেরেছেন, কিন্তু দুজনেই বিদেশি ছিলেন। এই প্রথম কোনও ভারতীয় অধিনায়ক তিনটি দলকে নেতৃত্ব দেবেন।
𝐒𝐡𝐞𝐫 𝐧𝐚𝐡𝐢, 𝐛𝐚𝐛𝐛𝐚𝐫 𝐒𝐇𝐑𝐄 𝐚𝐚! 🦁🔥#SherSquad, how excited are you to see Shreyas Iyer as our captain? ©️#ShreyasIyer #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/Y7u266jCOU
— Punjab Kings (@PunjabKingsIPL) January 12, 2025
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) এই বছরের ২৫ মার্চ থেকে শুরু হতে চলেছে। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কিবেছে পাঞ্জাব। ২০২৪ সালে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন শ্রেয়াস। আইপিএল-এর ১৮তম মরশুমে পাঞ্জাব কিংসের ১৭তম অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার। পাঞ্জাব কিংসের মতো আর কোনও দল এতবার অধিনায়ক পরিবর্তন করেনি।
প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের (IPL 2025) তিনটি দলের অধিনায়কত্ব করে ইতিহাস গড়বেন শ্রেয়স আইয়ার। আইয়ার ২০১৮ মরশুমের মাঝামাঝি থেকে ২০২০ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন এবং এক মরশুমে দলকে ফাইনালেও নিয়ে গিয়েছিলেন। তিনি আইপিএল ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক যিনি দুটি দলের সঙ্গে ফাইনাল খেলেছেন।