আইএসএল (ISL 2024-25) টুর্নামেন্টে এবার মুখোমুখি হতে চলেছে কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মহমেডান এসসি এবং এফসি গোয়া। এবার প্রথমেই মহমেডান আইএসএল খেলায় সুযোগ পাওয়ার পর যথেষ্ট লড়াকু এবং আত্মবিশ্বাসী মনোভাবের সঙ্গে ফুটবলারদের খেলতে দেখা যায়। তবে প্রথমদিকে জয়ের স্বাদ না পেলেও তাদের লড়াই যে যথেষ্ট তীব্রতর ছিল বিপক্ষের বিরুদ্ধে, সেটা অনায়াসে বলে দেওয়া যায়। এবার ২১ সেপ্টেম্বর, শনিবার, কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হতে চলেছে মহমেডান এস সি বনাম এফসি গোয়া।
প্রথমবার আইএসএলে (ISL 2024-25) খেলতে নেমে মহমেডান যে খুব খারাপ খেলেছে সেটা বলা যায় না। যদিও কোচ আন্দ্রে চেরনিশভ ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুব বেশি খুশি না হলেও একেবারে চিন্তিত নন। এবার এফসি গোয়ার বিরুদ্ধে মহমেডান যাতে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তাদের টেকনিক শুধরে মাঝমাঠের লড়াইয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, সেই দিকেই ছক কষতে শুরু করেছে সাদা- কালো ব্রিগেড। তবে মহমেডান এসসি যদি শনিবারের ম্যাচেও হেরে যায় তাহলে আই এস এল (ISL 2024-25) এর ষষ্ঠ দল হিসেবে মহমেডানের নাম পরপর ম্যাচে হারের তালিকায় উঠবে। তার সঙ্গে রয়েছে একই জায়গায় ইস্টবেঙ্গল এফসি। পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে, এফ সি গোয়ার পর পর তিনটি ম্যাচে আইএসএলে হারের নজির নেই। এবার তাই আগের ভুলগুলোকে শুধরে নিয়ে মহমেডানের বিরুদ্ধে বেশ কিছু নতুন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামতে চাইছে এফসি গোয়া।
আগের আইএসএল (ISL 2024-25) ম্যাচে এফসি গোয়া বহু গোলের সুযোগ নষ্ট করায় জয়ের সম্ভাবনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল। যা দেখে একেবারেই খুশি নন কোচ মার্কেজ। দলের একসময়ের সর্বোচ্চ গোলের সুযোগ তৈরি করা ফার্নান্দেজ, সর্বোচ্চ গোলদাতা মার্টিনেজদের মত ফুটবলাররা গোয়া শিবির ছেড়ে চলে যান। পরিবর্তে যোগ দেন মোহনবাগানের হয়ে খেলা সাদিকু এবং গুয়ারতেজনারা। আগের ম্যাচগুলি থেকে শিক্ষা নিয়ে এবার তারা নতুনভাবে আইএসএল (ISL 2024-25) ম্যাচে নিজেদের তুলে ধরতে চাইছে। তবে এফসি গোয়া শিবিরের সবথেকে বড় অন্যতম ভরসা সন্দেশ ঝিঙ্গন। ডিফেন্ডার হিসেবে ঝিঙ্গনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর অন্যদিকে মহমেডানের অন্যতম বড় ভরসা হলো গোলকিপার পদম ছেত্রী। এর আগেও বিপক্ষেের বহু অ্যাটাকিং মুহূর্তকে সামলে দিয়েছেন তিনি। তবে শেষ মুহূর্তে গিয়ে সেসব ভুলে গিয়ে গোল খেয়ে যান। তবে মহমেডান এসসি একেবারে যে খারাপ পারফরম্যান্স দিয়ে আই এস এল শুরু করেছে, এটা একেবারেই বলা যাবে না। এবার দেখা যাক, শনিবার মহমেডান এসসি বনাম এফসি গোয়ার ম্যাচে কি ফলাফল হয়।