একদিকে চলছে আইএসএল (ISL East Bengal) টুর্নামেন্ট, দলের ফুটবলাররা চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে লাল- হলুদ শিবির। কিন্তু শুধুমাত্র খেলার মধ্যেই জড়িয়ে নেই ইস্টবেঙ্গল। ঐতিহ্যমন্ডিত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এবার বন্যা দুর্গতদের (ISL East Bengal) পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যে বেশ কয়েকটি জেলা সাম্প্রতিক সময়ে বন্যা কবলিত। সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। পানীয় জল, খাবার, বাচ্চাদের দুধ পর্যন্ত মিলছে না। সকলেই চেষ্টা করছেন বন্যা কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে (ISL East Bengal)। একদিকে যেমন রাজনৈতিক দলের তরফে বন্য কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবেই বন্যা দুর্গতদের পরিস্থিতি দেখতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে সেখানে ত্রান বিলি করেন। এবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাব।
ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ইস্টবেঙ্গল সভাপতি মুরারি লাল লোহিয়া জানান, বরাবরই ইস্টবেঙ্গল ক্লাব কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায়। বন্যা কবলিত মানুষদের জন্য কিছু করতেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা ১৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি পরবর্তীতে আরো কিছু প্রয়োজন হয়, তাহলেও ইস্টবেঙ্গল পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।