ISL Final: মোহনবাগানের লক্ষ্য আজ ত্রিমুকুট জয়! আশায় বুক বাঁধছেন সবুজ-মেরুন সমর্থকরা

আইএসএলের ফাইনালে (ISL Final) আজ মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। ঘরের মাঠে মুম্বাইকে পরাজিত করতে পারলেই মরসুমের তৃতীয় খেতাব ঘরে তুলবে সবুজ মেরুন। ডুরান্ড কাপ, লিগ-শিল্ড আগেই জিতেছে এবার তাদের লক্ষ্য আইএসএল ট্রফি। গতবার মুম্বাই লিগ শিল্ড পেলেও মোহনবাগান ট্রফি জিতেছিল। এবার মোহনবাগান লিগ শিল্ড জেতার ফলে মুম্বাইয়ের একমাত্র লক্ষ্য ট্রফি জেতা। এদিকে ২০২০-২১ মরশুমে শিল্ড ও কাপ একসঙ্গে জিতেছিল মুম্বাই। মোহনবাগানকে পরাজিত করে আইএসএলের দ্বি-মুকুট জিতেছিল তারা। সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি এবার মোহনবাগানের সামনে। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু হবে রাত ৭:৩০ মিনিটে।

 

প্রায় আট মাসের ফুটবল প্রতিযোগিতা অবশেষে শেষ হতে চলেছে মোহনবাগান ও মুম্বাই এর মধ্যে হতে চলা ফাইনালের মধ্য দিয়ে। গত কয়েক মাসে দুই দলেই বেশ কিছু বদল হয়েছে। জুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগানে যেমন কোচ হয়েছেন আন্তোনিও হাবাস। তেমনই ডেস বাকিংহামকে সরিয়ে মুম্বাইয়ের কোচ হয়েছে পিটার ক্রাতকি। সেমিফাইনালে প্রথম লেগে ওড়িশার কাছে এক দুই গোলে হেরে গেলেও দ্বিতীয় লেগে ওড়িশাকে ২-০ গোলে পরাজিত করে মোহনবাগান এবং ফাইনালে ওঠে। ৩-২ গোলে জিতে ফাইনালে উঠেছে তারা। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাইতে হারিয়ে ত্রি মুকুট জয়ের স্বপ্ন দেখছেন মোহনবাগানের সমর্থকেরা। আর এই স্বপ্নটা যে দিমিত্রি পেত্রাতোসকে ঘিরেই তৈরি হচ্ছে তা পরিষ্কার। এবারও দারুণ ছন্দে রয়েছেন এই ফুটবলার। ২২ ম্যাচে ১০টি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৭টি। দিমিত্রিকে সামনে রেখেই আক্রমণে যাবে মোহনবাগান। সঙ্গে দুই প্রান্তে মনবীর সিং ও লিস্টন কোলাসো। মাঝ মাঠে জনি কাউকে, সাহাল আব্দুল সামাদের উপর ভরসা রাখছে দল। মুম্বাইয়ের তিন তারকা পেরেরা দিয়াজ, ছাংতে ও বিপিন সিংহকে আটকাতে নানা পরিকল্পনা তৈরি রাখছে হাবাস। দুই প্রান্ত দিয়ে ঝড় তোলেন ছাংতে ও বিপিন। মাঝখান থেকে আক্রমণ করেন পেরেরা দিয়াজ। এদেরকে আটকে মুম্বাইয়ের আক্রমণের ধার ভোঁতা করে দিতে চাইছে মোহনবাগান।

এদিকে সেমিফাইনালে প্রথম লেগে মুম্বাই গোয়াকে ৩-২ গোলে পরাজিত করেছিল। দ্বিতীয় লেগে মুম্বাই ২-০ গোলে জয় পায় গোয়ার বিরুদ্ধে। মুম্বাইর আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ছাংতে। এই ফুটবলার ১০টি গোল করে দলের গোলদাতাদের তালিকায় সবার ওপরে রয়েছে। ছয়টি অ্যাসিস্টও করেছে। দুই প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে গোল করা, সতীর্থদের গোলের বল সাজিয়ে দেওয়া অভ্যাস করে ফেলেছেন তিনি। গত পাঁচটি মেসেজ দলকে গোল উপহার দিয়েছেন। মুম্বাইর আক্রমণের আরেক অস্ত্র বিক্রম প্রতাপ সিংহ। বিক্রম দুই দিক থেকে সমান ভাবে আক্রমণ করে যান। ফলে বিপক্ষের রক্ষণে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়। সেগুলি কাজে লাগিয়ে মুম্বাই বিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণের ঝড় তোলে। আসলে এখনও পর্যন্ত তিনি ৮টি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। স্বাভাবিকভাবেই আজ একটি দারুণ ম্যাচ হতে চলেছে দুই দলের মধ্যে।

সবুজ মেরুন সমর্থকদের কাছে ফাইনাল ম্যাচের একটি টিকিটের জন্য বিশাল চাহিদা রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি জানা গিয়েছে মুম্বাই থেকেও বেশ কিছু মুম্বাই সিটির সমর্থক যুবভারতীতে আসছেন। লিগ শিল্ড হাতছাড়া হওয়ার পর মুম্বাইও চাইছে কলকাতা থেকে ফাইনাল জিতে প্রতিশোধ নিতে। এই মরসুমে ত্রিমুকুট জয়ের সামনে দাঁড়িয়ে মোহনবাগান। গোলের মধ্যে রয়েছে তাদের সেরা অস্ত্র জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোস। সব মিলিয়ে আশায় বুক বাঁধছেন সবুজ-মেরুন সমর্থকরা।

Exit mobile version