আইএসএল (ISL) ২০২৪-২৫ এর খেলায় এবার প্রথম নামতে চলেছে মহমেডান। ফলে সাদা- কালো শিবির যথেষ্ট উচ্ছ্বসিত। পরিকল্পিত ফুটবল যাতে খেলা যায় সেই লক্ষ্যেই এগোতে চাইছে মহমেডান। প্রথমবার আইএসএলে (ISL)খেলার সুযোগ পেয়ে মহমেডান কিছু করে দেখাতে চাইছে। দলের কোচ আন্দ্রে চেরনিশভের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিলেন মহম্মদ কাদিরি। এবার ঘরের মাঠে প্র্যাকটিস করতে গিয়ে গুরুতর চোট পাওয়ার পরেই তার পরিবর্তন খোঁজার কাজ শুরু হয়ে যায়। এর আগে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রুইজকে মোহনবাগান ছিনিয়ে নিয়ে গিয়েছে। তবে সাদাকালো ব্রিগেডের কাদিরির পরিবর্তন খুঁজে পেতে বেশি সময় লাগলো না।
ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়েরকে আইএসএল (ISL) খেলার জন্য চুক্তিতে সই করিয়ে ফেলেছে মহমেডান। মেলবোর্ন সিটির প্রাক্তন ডিফেন্ডার নুনোকে তারা পেয়ে গিয়েছিল। যেখানে প্রায় পাকাপাকি ভাবে চুক্তিপত্রে সই করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাকি ছিল। আর সেখানেই সবুজ- মেরুন শিবির চমকে দিয়ে নুনোকে তাদের দলের হয়ে সই করিয়ে ফেলে। তারপর মহমেডানকে ফুটবলারের খোঁজে ময়দানে নামতে হয়। তবে নুনো হাতছাড়া হয়ে যাওয়ার পর থেকে মহমেডান বেশ সাবধানে এগোতে চাইছিল। দলের কর্তারা কোনোভাবেই মন্তব্য করছিলেন না।
শেষমেষ ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্টকে তারা আইএসএলে (ISL) খেলার জন্য চুক্তিতে সই করিয়ে ফেলেছেন। গত তিনটি মরশুমে ফরাসি লিগ ওয়ানে খেলেছেন। গত মরশুমে ১৪ টি ম্যাচ খেলেছেন ফ্লোরেন্ট। যার মধ্যে আটটি ম্যাচেই তিনি ক্যাপ্টেন ছিলেন। জানা গিয়েছে, ভিসার জন্য সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যেই ফ্লোরেন্ট সাদাকালো শিবিরের সঙ্গে যোগ দিয়ে আইএসএল খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করবেন।