ডুরান্ড কাপের ফাইনালে পরাজয়ের পর আইএসএল (ISL) এর প্রথম ম্যাচেও মোহনবাগানের জয়ের আশা পূরণ হয়নি। ফলে মোহন সমর্থকদের ক্ষোভ একেবারে গিয়ে পড়েছে……..
আইএসএল (ISL) এর জন্য নয়া কোনো কৌশল তৈরি করতে চলেছে সবুজ- মেরুন শিবির। অন্তত সেরকমটাই ইঙ্গিত দিয়েছেন মোহনবাগান কোচ মোলিনা। কারণ ডুরান্ড কাপের ফাইনালে পরাজয়ের পর আইএসএল (ISL) এর প্রথম ম্যাচেও মোহনবাগানের জয়ের আশা পূরণ হয়নি। ফলে মোহন সমর্থকদের ক্ষোভ একেবারে গিয়ে পড়েছে নতুন কোচ হোসে মোলিনার উপর। এমনকি আগের খেলায় গ্যালারি থেকে সমর্থকদের ‘গো ব্যাক’ স্লোগান দিতেও দেখা গিয়েছে।
ফলে সামনের আইএসএল (ISL) খেলার প্রস্তুতি কিভাবে নিতে চলেছেন স্প্যানিশ কোচ, সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত মিলেছে। ডুরান্ড কাপের হারের পরের সমর্থকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে কোচ মোলিনার কথায়, সমর্থকরা মনোভাব জানাতে পারে। তবে একটা স্ট্র্যাটেজি ছিল। স্টুয়ার্টকে হয়তো আগে নামালে রেজাল্ট বদলে যেতে পারত। কিন্তু দলের পারফরম্যান্সে খুশি কোচ মোলিনা। এবার কোনো দিকে না তাকিয়ে সামনেই আইএসএল (ISL) এর খেলার দিকেই সম্পূর্ণ ফোকাস করতে চাইছে সবুজ- মেরুন শিবির। প্রথম ১৮ জনের দলে জেমি ম্যাকলারেন নির্দিষ্ট ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তাকে সবুজ মেরুন জার্সিতে ময়দান কাঁপাতে দেখা যায়নি।
তবে এর পরের আইএসএল (ISL) ম্যাচে নামার ব্যাপারে অস্ট্রেলীয় বিশ্বকাপার যথেষ্ট আশাবাদী। ম্যাকলারেনের কথায়, ১৮ জনের প্রথম দলে ছিলাম মানে খেলার মত পরিস্থিতিতে রয়েছি। তবে এখনো সুযোগ হয়নি। পরবর্তী ম্যাচে সেই সম্ভাবনা তৈরি হতে পারে। আর নেট দুনিয়ায় চোখ দিলেই দেখা যাবে মোহনবাগান সমর্থকদের একাধিক পোস্ট, কোনো পোস্টে লেখা আছে, একটা Jose Ramirez Barreto যদি টিমে থাকতো… সোমবারেই নর্থ ইস্ট ম্যাচে সবুজ- মেরুন শিবির নামতে চলেছে। তার আগে মোহনবাগানের ব্লুপ্রিন্ট অনুযায়ী হয়তো সবুজ- মেরুন জার্সিতে নর্থ ইস্ট ম্যাচে সোমবার জেমি ম্যাকলারেন ময়দানে বিপক্ষকে চাপের মুখে ফেলার জন্য পায়ের জাদু দেখাতে পারেন, এরকমটাই জানা যাচ্ছে।