প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছেও পয়েন্ট হাতছাড়া হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে গিয়ে গোল খেতে হয়েছে। ঠিক একই ছবি দেখা গিয়েছিল ডুরান্ড কাপের ফাইনালে। সেখানেও প্রথমদিকে দুর্দান্ত খেলার পরে হেরে গিয়েছিল মোহনবাগান। আর তাই আইএসএল (ISL) এর প্রথম ম্যাচের পরে সোমবারের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এর মুখোমুখি লড়াইয়ের আগে ডুরান্ড কাপের ফাইনালে হারের বদলা নিতে চান মোহনবাগান কোচ হোসে মোলিনা।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এর কাছেই হেরে যায় সবুজ- মেরুন শিবির। এবার সোমবারে ফের আইএসএল (ISL)- এ যুবভারতী ক্রীড়াঙ্গনেই মোহনবাগানের সামনে আরো একবার নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচের আগেই সাংবাদিক বৈঠকে কোচ মোলিনা বলেন, ডুরান্ড ফাইনালের সঙ্গে আই এস এল (ISL) ম্যাচের কোনো মিল নেই। দুই দলের অনেক খেলোয়াড় এই ম্যাচে খেলবে। দুই দলের কৌশল এবং মানসিকতাও আলাদা আলাদা হতে চলেছে তবে এই ম্যাচের জন্য আমরা তৈরি।
সবুজ – মেরুন কোচ মোলিনার কথায়, বহু ফুটবলার দলে নতুন আসায় বোঝাপড়ায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে ধীরে ধীরে দল সংঘবদ্ধভাবে খেলতে পারছে। ক্রমশ উন্নতি হচ্ছে। আর আমি নতুন কোচ। খেলোয়াড়দের মধ্যেও অনেকে নতুন। নিজেদের মধ্যে বোঝাপড়া করে এগোতে হচ্ছে। তবে আশা করি সোমবার আইএসএল (ISL) এর ম্যাচে প্রথম জয় পাবই। এই ম্যাচটি কঠিন ম্যাচ হতে চলেছে। তবে বদলার মনোভাব নিয়ে নামবো না। জেতার মনোভাব নিয়ে মোহনবাগানের ফুটবলাররা ময়দানে নামবে। প্রসঙ্গত, ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড গতবার জিতেছিল মোহনবাগান। তাই এবার কোচ মোলিনার সামনে আইএসএলের ম্যাচ যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ।