আইএসএল (ISL) এর শুরুটা একেবারেই ভালো হয়নি। তাই এবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েই দলকে মাঠে নামাতে চলেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। বেঙ্গালুরু এফ সির বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে যায় ইস্টবেঙ্গল। তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে লেফট ব্যাক হিসেবে লালচুংনুঙ্গাকে খেলানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। শেষে জোড়া হলুদ কার্ড সমেত লাল কার্ড দেখে নুঙ্গা মাঠ থেকে বেরিয়ে যায়।
ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে পারছেন না নুঙ্গা। তবে আশার আলো তৈরি করেছেন ডিফেন্ডার আনোয়ার আলি। লাল- হলুদ শিবিরের হয়ে রবিবার ময়দানে দেখা যাচ্ছে আনোয়ারকে। ইতিমধ্যেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু বলেননি। তবে আনোয়ার যে ইস্টবেঙ্গল একাদশে রবিবার রয়েছেন, সেটা এক প্রকার নিশ্চিত ভাবেই জানা যাচ্ছে।
এর আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জর্ডান ডিফেন্ডার এর পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তবে রবিবারের খেলায় চার বিদেশি ফুটবলার খেলতে চলেছেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে টিম মাঠে নামতে চলেছে তাতে রয়েছেন, গোলকিপার প্রভসুখন গিল, আনোয়ার আলি, মার্ক জোথানপুইয়া, হেক্টর ইউস্তে, জিক্সন সিং, মহম্মদ রাকিপ, মাদিহ তালাল, নাওরেম মহেশ সিং, সউল ক্রেসপো, দিমিত্রিয়স এবং নন্দকুমার শেকর। ফলে রবিবার ইস্টবেঙ্গল ম্যাচের দিকে নজর রয়েছে ফুটবলপ্রেমীদের।