আইএস (ISL) এর ইতিহাসে জোড়া গোল করার সুবাদে সর্বাধিক গোলদাতাদের তালিকার যুগ্ম শীর্ষে রয়েছেন তিনি। তবে খেলার শুরু থেকেই তিনি সর্বাধিক গোলদাতাদের তালিকার যুগ্ম শীর্ষে ……
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম থেকেই একেবারে জয়ের ধ্বজা উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। আইএসএল (ISL) -এ দ্বিতীয়বার ফের জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এর আগের খেলায় ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিয়ে আইএসএল লড়াই শুরু করে তারা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী ম্যাচের ৫৭ মিনিটে পরিবর্ত হিসেবে ময়দানে নেমেছিলেন। আইএসএল (ISL) এর ইতিহাসে জোড়া গোল করার সুবাদে সর্বাধিক গোলদাতাদের তালিকার যুগ্ম শীর্ষে রয়েছেন তিনি। তবে খেলার শুরু থেকেই বেঙ্গালুরু এফসি একেবারে মাঠ দখল করে লড়তে শুরু করে। একের পর এক সুযোগ তৈরি করে। ফলে বিপক্ষে হায়দ্রাবাদ এফসি তুলনামূলক তাদের অ্যাটাকিংকে ডিফেন্স করতে অনেকটাই বেগ পেতে হয়। আর এর মধ্যেই ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় বেঙ্গালুরুর রাহুল ভেকের গোলে এগিয়ে যায় দল। এর আগে ইস্টবেঙ্গল ম্যাচে যিনি গোল করেছিলেন সেই বিনীত ভেঙ্কটেশ কর্নার আদায় করার পর সেট পিসকে কাজে লাগিয়ে গোল করেন। ফলে হায়দ্রাবাদ এফ সির গোলকিপার অর্শদীপের কিছুই করার ছিল না।
তবে বেঙ্গালুরু এফ সির আক্রমণের সামনে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি লড়াইয়ে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। দেবেন্দ্র মুরগাঁওকরের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে আবার রোশন সিংকে হায়দ্রাবাদের ডিফেন্ডার লিয়েন্ডার ডি কুনহা অবৈধভাবে বাধা দেন। তারপর ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করে দেন।
আইএসএলের (ISL) এই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন সুনীল ছেত্রী। ইনজুরি টাইমের ৪ মিনিটের মাথায় স্প্যানিশ স্ট্রাইকার এডার মেন্দেজের ক্রসে মাথা ছুঁয়ে গোলটি করেন সুনীল। বেঙ্গালুরু এফসির ম্যাচে এটি তৃতীয় গোল। আর এর পরেই পয়েন্টের হিসেবে দেখা যায়, বেঙ্গালুরু এফসি ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে।শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৩-০ গোলে হায়দ্রাবাদকে উড়িয়ে দেয় বেঙ্গালুরু।