বৃষ্টির (rain) মধ্যেই হবে ২১ জুলাইয়ের সমাবেশ? তেমন সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(weather update)। এদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শনিবার ভোরে চিলকার কাছ থেকে প্রবেশ করেছে ওড়িশায় স্থলভাগে। তারপর ক্রমে শক্তিক্ষয় হয়েছে তার। তাই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতায় রবিবার মেঘলা থাকবে আকাশ। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৯ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বর্ষার প্রভাবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটি জেলায়। ২১, ২২, ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সব জেলায় Wide Spread বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এর অর্থ ৭৫ শতাংশ এলাকার থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টি (spatial distribution of rain) হবে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ দক্ষিণদিকে যাচ্ছে এই সিস্টেমটি। এর ফলে খুব বেশি লাভ হবে না বাংলায়। তবে এই মনসুন থাকার জন্য যা পরিস্থিতি হচ্ছে তাতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা আসছে, তার জেরেই মেঘ তৈরি হয়ে বৃষ্টি পাচ্ছে বাংলা। ফলে ভারী বৃষ্টিপাত না হলেও প্রায় প্রতিদিনই বৃষ্টি পাবে বাংলা। এছাড়াও সাব হিমালয়ান পশ্চিমপবঙ্গ এবং পূর্ব বিহারের একটি অংশে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।