Homeরাজ্যের খবরJadavpur: যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায়, পুরোনো সিদ্ধান্তে শিলমোহর

Jadavpur: যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায়, পুরোনো সিদ্ধান্তে শিলমোহর

Published on

অবশেষে ব়্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল যাদবপুর (Jadavpur)বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির। অর্থাৎ, পড়ুয়া মৃত্যুর ঘটনার প্রায় ৯ মাস অতিক্রান্ত হওয়ার পর শাস্তি পেতে চলেছেন প্রায় ৩৮ জন অভিযুক্ত।

গত বছর ডিসেম্বর মাসের শুরুতেই অ্যান্টি র‌্যাগিং কমিটিতে শাস্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। কিন্তু, ওই মাসের শেষেই তৎকালীন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফলস্বরূপ, শাস্তি দেওয়ার সিদ্ধান্তটি কর্মসমিতির বৈঠকে পাস করানোর প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে গিয়েছিল। গত ২২ এপ্রিল যাদবপুর (Jadavpur) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে এসেছেন ভাস্কর গুপ্ত। তিনি শুক্রবার কর্মসমিতির বৈঠক ডাকেন।

ভাস্কর গুপ্ত বলেন, “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওই ছাত্রের জন্য আমরা কিছুই করতে পারিনি। এখন অন্তত কিছু করাটা আমাদের কর্তব্য ছিল। শাস্তির সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশিই দিয়েছি। দেশের আইনকানুন তো আমাদের হাতে নেই। আমাদের তরফে যা যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, সবই গ্রহণ করা হয়েছে।”
জানা গিয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র‌্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, চারজন পড়ুয়াকে পাকাপাকিভাবে বরখাস্ত করা হবে। তারা হল, সত্যব্রত রায়, মহম্মদ আরিফ, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত। ছাত্রমৃত্যুর ঘটনায় এই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আরও ৫ জন ছাত্রকে ৪টি সেমেস্টার তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

২৫ জনকে ১ সেমেস্টার তথা ছয়মাসের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এই সব সিদ্ধান্তই গৃহীত হয়েছে এদিনের কর্মসমিতির বৈঠকে। এ ছাড়া সিদ্ধান্ত হয়েছিল, ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর প্রাক্তন চেয়ারম্যান অরিত্র মজুমদার, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণারত, তাঁকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হবে। পিএইচডি ফেলোশিপ নিভর্র করে উপস্থিতির হারের উপর। সেক্ষেত্রে ৬ মাসের সাসপেন্ড থাকার কারণে অরিত্রর ফেলোশিপ বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ফেটসুর দুই প্রাক্তন পদাধিকারী ও বর্তমানে প্রাক্তন পড়ুয়া সৈকত শিট ও গৌরব দাসের আজীবন ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ।

Latest News

Manipur Violence: মণিপুরের ৫ জেলায় ফের জারি করা হল AFSPA, হিংসার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের

কেন্দ্র হিংসায় ক্ষতিগ্রস্ত জিরিবাম এবং মণিপুরের ছয়টি থানা এলাকায় (Manipur Violence) সশস্ত্র বাহিনী বিশেষ...

Supreme Court Roster: জনস্বার্থ মামলা শুনবে ৩ বেঞ্চ, মামলা বিতরণের রোস্টার বানালেন প্রধান বিচারপতি খান্না

বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পর ২০২৪ সালের ১১ই নভেম্বর থেকে সুপ্রিম কোর্ট...

CCPA Guidelines: শিক্ষার্থীদের বিভ্রান্তকারী বিজ্ঞাপন বন্ধ করতে হবে, কোচিং সেন্টারগুলির জন্য নির্দেশিকা জারি

কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA Guidelines) কোচিং সেন্টারগুলির দ্বারা জারি করা বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক...

Sanju Samson Father: ‘ধোনি, রোহিত, কোহলি, দ্রাবিড় আমার ছেলের ১০ বছর নষ্ট করেছে…’, সঞ্জু স্যামসনের বাবার বড় অভিযোগ!

৪ ম্যাচের টি২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সঞ্জু স্যামসন প্রথম...

More like this

RG Kar: আসল আসামীর নাম সঞ্জয় বলে দিয়েছে! বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী

সোমবার আরজি কর কাণ্ডের (RG Kar) প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে...

Fire Breaks Out: লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে! আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৬টি ইঞ্জিন

ফের কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Breaks out)। লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Breaks...

RG Kar: সঞ্জয় রায়ের মুখে কেন বিনীত গোয়েলের নাম! মুখ্যমন্ত্রীকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্যপালের

 সোমবার আদালত থেকে প্রিজনভ্যানে ওঠার সময় আরজি করের (RG Kar) প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়...