আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত মাসে। জেমস অ্যান্ডারসন (James Anderson) এখন নিজের দেশ ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শদাতা। টেস্টে ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়া জিমি সর্বকালের সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় তৃতীয়। একমাত্র পেসার হিসেবে নিয়েছেন ৭০০-র অধিক উইকেট।
লাল বলে দুনিয়া দাপিয়ে বেড়ালেও সাদা বলে (রঙিন পোশাক, ওয়ানডে ও টি-টোয়েন্টি) অ্যান্ডারসন (James Anderson) বহুদিন মাঠের বাইরে। এ বছর সাদা পোশাক ছাড়লেও রঙিন পোশাকের খেলা ছেড়েছেন আরও ৯ বছর আগে। টি-টোয়েন্টি থেকে সব গুটিয়ে নিয়েছেন সেই ২০০৯ সালে। সেই অ্যান্ডারসন এবার ফিরতে চান টি-টোয়েন্টি ক্রিকেটে। এমন খবর আজ মঙ্গলবার প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
অ্যান্ডারসন (James Anderson) বলেন, ‘আমি জানি না, নিজেকে নিয়ে কতটা সিরিয়াসলি ভাবতে হবে। তবে, আমার মনে হয়, এখনও কিছুটা হলেও ক্রিকেটকে দিতে পারব। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা দেখেছি (দ্য হান্ড্রেড)। ওখানে প্রথম ২০ বল ভালোই সুইং করে। আমার মনে হলো, এটা তো আমি করতে পারি। কখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলিনি। মনে হয় খারাপ করব না।’
পেস বোলিং পরামর্শদাতা হিসেবে ইংল্যান্ডের পরবর্তী দুটি সিরিজে দায়িত্বে থাকবেন অ্যান্ডারসন (James Anderson)। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের পর দায়িত্বে থাকার ব্যাপারে নিশ্চিত নন জিমি। তিনি বলেন, ‘আমার মনে হয় না বয়স ৪২ চলছে। এখনও দাপিয়ে বেড়াতে পারব। নিশ্চয়তা দিতে পারছি না, দুই সিরিজের পর দায়িত্বে থাকব কি না। সুযোগ পেলে হয়তো কোথাও খেলব। যদিও জানি না, ৪২ বছর বয়সী একজন পেসারকে দলে নিতে কেউ আগ্রহ দেখাবে কি না!’