খবর এইসময়, নিউজ ডেস্কঃ প্লাস্টিক দূষণে জেরবার গোটা বিশ্ব। ধীরে ধীরে প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্য নিচ্ছে বহু দেশ। এবার সেই পথেই হেঁটে এক উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নিতে চলেছে বিশ্বের অন্যতম সেরা মদের কোম্পানি। সামনের বছর থেকে কাঁচের বদলে, এবার কাগজের বোতলে মিলবে ‘জনি ওয়াকার’!
নতুন পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের একটি ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে এই কোম্পানি। মূলত কাঁচের থেকে বোতল তৈরির সময় প্রচুর শক্তিক্ষয় হয়। পাশাপাশি কার্বন নিঃসরণ হয় যা পরিবেশের পক্ষে ক্ষতির কারণ। সেই কারণেই এই কাগজের প্যাকেজিং-এর সিদ্ধান্ত নিল প্রস্তুতকারক কোম্পানিটি।
এই উদ্যোগে তারা পাশে পেয়েছেন পুলপেক্স নামে এই কোম্পানি। মূলত তারা এই কাগজের বোতল তৈরিতে সাহায্য করবে। ‘জনি ওয়াকার’-এর প্রস্তুতকারক কোম্পানি ডিয়াজিও বলে, “কাগজের এই হুইস্কির বোতল ২০২১ সালের বসন্তের মধ্যে বাজারে পরীক্ষামুলকভাবে ব্যবহার করা হবে। এটি কাঠের প্লাপ থেকে এই কাগজের বোতল তৈরি হবে। এটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য।” এই বোতল ব্যবহার করে গ্রাহকরা ফেলে দিতে পারবে যা পরিবেশে ক্ষতির সৃষ্টি করবে না।
কিভাবে এই বোতল তৈরি করা হবে তার একটি ধারণা দিলেন ডিয়াজিও।কোম্পানির কথায়, এই বোতলগুলো ছাঁচে ফেলে তৈরি করা হবে, যা মাইক্রোওয়েভ ওভেনে ফেলে বানানো হবে। এছাড়াও বোতলগুলির ভেতরে একটি আবরণ ব্যবহার করা হবে যার ফলে পানীয় সরাসরি বোতলের গায়ে না লাগে।
প্রসঙ্গত, প্যাকেজিং-এ প্লাস্টিকের পরিমাণ হ্রাস করার জন্য এই সংস্থাগুলির ওপর ক্রমবর্ধমান চাপ আসতে থাকে। কারণ বর্তমানে গ্রাহকরা বাস্তুতন্ত্রের ক্ষতির দিকে মনোনিবেশ করেছেন। সেই কারণেই এবার নয়া পরিকল্পনার কথা ভাবছে এই মদ প্রস্তুতকারক সংস্থা।