Junior doctors: প্রতারণার অভিযোগ! বিধান নগর পুলিশের জালে তিন জুনিয়র চিকিৎসক

প্রতারণার অভিযোগ উঠল তিন জুনিয়র চিকিৎসকের (Junior Doctors) বিরুদ্ধে। সল্টলেকের শপিংমলের পোশাকের নাম নিয়ে প্রতারণা করতেন বলে ওই তিন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কীভাবে তাঁরা (Junior Doctors) প্রতারণা করতেন, তা জানতে পেরে কার্যত চক্ষু চড়কগাছ বিধান নগর পুলিশের।  বিধাননগর দক্ষিণ শাখার পুলিশের জালে এক তরুণী সহ চার জন। যাঁদের মধ্যে তিনজন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র ডাক্তার (Junior Doctors) বলে জানা গিয়েছে।

 

বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের একটি শপিং মলে এই চার জন যান। সেখানে যে জায়গায় পোশাক রাখা থাকে, সেই ব়্যাকের কাছে যায়। সেখান থেকেই চারজন নিজেদের পছন্দের পোশাকগুলোতে যেখানে বার কোড থাকতো, সেগুলো সরিয়ে দিয়ে নতুন বারকোড দেওয়া স্টিকার বসিয়ে দিত। যার জেরে নিজেদের পছন্দের পোশাক অনেক কমে দামে তাঁরা পেয়ে যেতেন। এই প্রতারণা তাঁরা কবে থেকে করতেন বিধান নগর পুলিশের তরফে সেই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে শেষবার সন্দেহ হয় কর্মীদের।

ক্যাশ কাউন্টারে থাকা কর্মী দেখতে পান, অভিযুক্তরা যে পোশাক পছন্দ করেছেন, তার দাম অনেক কম দেখাচ্ছে। এতেই ওই কর্মীর সন্দেহ হয়। তখনই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা অসংলগ্ন কথা বলছিলেন। মলের কর্মীদের সন্দেহ আরও জোড়াল হয়। তখন অভিযুক্তদের আটকে তাঁরা সিসিটিভি ফুটেজ দেখেন। । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুরো বিষয়টি সামনে চলে আসে। সেখানে তাঁরা দেখতে পান, বার কোড দেওয়া দামের অন্য স্টিকার বসিয়ে দেওয়া হয়েছে।  এরপরেই বিধান নগর দক্ষিণ থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।