আরজি কর হাসপাতালে(Rg kar medical college) তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। কলকাতা, রাজ্য ছাড়িয়ে আন্দোলন প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই ঘটনার নিন্দায় ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ সোমবার দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম।
ফোরামের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১২-১টা দেশ জুড়ে একঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধন করে, কালো ব্যাচ পরে ডিউটি করে প্রতিবাদ জানানো হবে। একইসঙ্গে তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে আরজি করে জুনিয়র ডাক্তারদের দাবি পুরণ করে, দোষীদের শাস্তি না দেওয়া হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এদিকে আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।
উল্লেখ্য আইনজীবী ইন্দিরা জয় সিং-এর করা মামলাতেই দেশজুড়ে আদালতের প্রসেডিং লাইভ স্ট্রিমিং শুরু হয়। এবার তিনিই সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন।