কলকাতার ধর্মতলার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশন (Junior doctors protest) হচ্ছে। সেই অনশনে (Junior doctors protest) ইতিমধ্যে ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। বৃষ্টির জেরে অনশন মঞ্চ বদল করা হয়েছে। অধ্যক্ষের চেম্বারের বাইরে চলছে অনশন (Junior doctors protest) । এদিন সকালেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা (Junior doctors protest) গণ ইস্তফা দেন। প্রায় ৭০ জন চিকিৎসক গণ ইস্তফা দেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, অনশনকারীদের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতি (সিপিএমের মহিলা সমিতি) নেতৃত্ব। তাঁরা জানান, মানুষ পরিচয়ে অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছেন।
অন্যদিকে, একেবার পর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গণইস্তফার জেরে মেডিক্যাল প্রশাসনে জরুরি বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে কিছুক্ষণের মধ্যে এই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, রেজিস্ট্রি খাতায় সই করবো না। কাজ করে যাবো। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক সিনিয়র ফ্যাকাল্টি বলেছেন, ছাত্রদের দাবিকে, তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবের আবহে ক্রমাগত সিনিয়র চিকিৎসকদের ইস্তফা চাপে ফেলছে প্রশাসনকে। স্বাস্থ্য দফতরের তরফে বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে, ধর্মতলায় অনশন মঞ্চের সামনে সাধারণ মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। হাঁটার ক্ষমতা কমে গিয়েছে। অন্দোলনের জন্য জুনিয়র চিকিৎসকরা সুলভ ব্যবহার করছেন। ধর্মতলার সুলভের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আন্দোলনকারীদের কাছ থেকে কোনও অর্থ নেবেন না। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা এতটা দুর্বল হয়ে পড়েছেন যে হাঁটার ক্ষমতা নেই। হুইল চেয়ারে করে তাঁদের সুলভের সামনে নিয়ে যাওয়া হচ্ছে।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা যাবেন জুনিয়র চিকিৎসকরা। সঙ্গে থাকবে অভয়ার প্রতীকী মূর্তি। জুনিয়র চিকিৎসকরা প্রতীকি মূর্তি নিয়ে জয়নগরেও যাবেন বলে জানা গিয়েছে। ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে ‘অভয়া পরিক্রমা’ করবেন জুনিয়র চিকিৎসকরা।