১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest) আমরণ অনশন করছেন। অনশনের ১৪ দিন কেটে গেলেও এখনও সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest) অভিযোগ করেছেন। এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest) বলেন, “মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের (Junior Doctors Protest) লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন।”
অন্যদিকে, অনশনরত জুনিয়র চিকিৎসকদের কঠোর বার্তা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ওঁরা বললেন, মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না? জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় তো ধরনা মঞ্চে গেছিলেন। জ্যোতিবাবুর মতো পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠক করেছেন, নবান্নেও। আপনারা যখন যেখানে ইচ্ছে বসবেন, আর মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে?”
এদিন অনশনরত জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “আমাদের এখানে সাধারণ মানুষ রোজ আসছেন। সকলে বলছেন, তোমরা জয়ী হও। আমাদের সন্তানতুল্য বলছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কি একবারও মনে হচ্ছে না যে, ওদের শুকনো মুখের দিকে তাকিয়ে দেখি? এই নিষ্ঠুরতা আমাদের নির্বাক করেছে।”
শনিবার জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বাড়ি সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায়যাত্রা করবেন। অনশনরত জুনিয়র চিকিৎসক সায়ন্তনী বলেন, আমরা জানি এই ন্যায়যাত্রায় সাধারণ মানুষ ঠিক আসবেন। জনতার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা নিশ্চয়ই জনতার সাড়া পাব। কিন্তু তাঁর সাড়া কি আমরা পাব?’ এদিন জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষকে তাঁদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এদিন অনশনরত জুনিয়র চিকিৎসকরা অনশনের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায়কে দায়ী করেন। অন্যদিকে, আরজি কর সহ সমস্ত হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে নেওয়া হয়।