রাজ্যে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) কর্ম বিরতির জেরে ২৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের (Junior Doctors Protest) জেরে মৃত রোগীর পরিবার পিছু দুই লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের এই মন্তব্যের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিলেন সিনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)।
রায়গঞ্জ মেডিক্যালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে আরটিআই করেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক বলেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের (Junior Doctors Protest) কারনে রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সবাই কি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই মারা গিয়েছেন? কীভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, এই বিষয়েও স্বাস্থ্য সচিবের কাছ থেকে RTI করে জানানো হয়।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান দাবি করেছেন এক মাসে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আমার কাছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে মনে হয়েছে। আমি জানতে চাই, এই মৃত্যুগুলো যে বিনা চিকিৎসায় হয়েছে, সেই বিষয়ে কে কনফার্ম করেছে? এই মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য কোনও তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না? পাশাপাশি আমার মনে হয়েছে, এই তথ্য খুব অস্বাভাবিক। তিনি মন্তব্য করেন, অনেক মুহূর্ষ রোগী সরকারি হাসপাতালে এমনি মারা যান। কিন্তু মৃত্যুগুলোকে রাজনৈতিক হাতিয়ার করে জুনিয়র চিকিৎসকদদের আন্দোলনকে কালিমালিপ্ত করা হয়েছে।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা ফের একবার বৈঠক করতে নবান্নে গিয়েছে। তাঁদের বাকি দুটো নিয়ে নবান্নে আলোচনা করতে তাঁরা নবান্নে গিয়েছেন। তাঁরা মূলত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন নবান্নে। পাশাপাশি তাঁরা বিভিন্ন মেডিক্যাল কলেজে যে থ্রেট কালচার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হবে নবান্নে বলে জানা গিয়েছে।