মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনও এক কাজের জন্য কলকাতায় এসেছিলেন (Kali Puja) সুনীল দত্ত। বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরে মায়ের (Kali Puja) কাছে মানসিক করে যান। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই এই মন্দিরে (Kali Puja) এসে পুজো দিয়ে গিয়েছিলেন তিনি। বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরের (Kali Puja) কথা শোনালেন সেখানকারই স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, ভক্তি দিয়ে মায়ের (Kali Puja) কাছে কোনও কিছু চাইলে মা কখনও ফেরান না।
কিন্তু বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরের ইতিহাস রোমাঞ্চলাগবার মতো। স্থানীয় সূত্রে জানা যায়, এই সময় গোটা এলাকাটা ছিল জঙ্গলে ঢাকা। ডাকাতরা এই পথ ধরেই ডাকাতি করতে যেতো। এবার ডাকাতরা ডাকাতি করে ফিরছিলেন। জনশ্রুতি রয়েছে সেই জমিদার বাড়ির পাশের মন্দির থেকে এক নারী কণ্ঠ বলে ওঠেন, ‘সবই যখন নিয়ে গেলি আমাকে রেখে গেলি কেন?’ ডাকাতরা ঘুরে সেই কালী মূর্তি দেখতে পান। তাঁরা সেই কালী মূর্তিকে সঙ্গে করে নিয়ে আসেন। ইছামতী নদীর ধারে এক বট গাছের তলায় সেই মূর্তির প্রতিষ্ঠা করেন। এখন সেখানে মন্দিরের আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার বন্দ্যোপাধ্যায় পরিবার এই মূর্তিটি তৈরি করেন।
মন্দিরের মহিলা সেবায়েত আন্না বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুনীল দত্তের ছেলে তখন ধরা পড়েছিল। কলকাতায় স্টেশনে বসে শুনেছিলেন এই মায়ের কথা। সেখানে বসেই মানত করেছিলেন। তা পূরণও হয়। মায়ের কাছে এসে পুজো দিয়ে গিয়েছিলেন উনি।’
পুজো মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু নিয়ম তো কয়েক শো বছর ধরে চলে আসছে। ঠিক যেমন রায়গঞ্জের দেবীনগর বাড়ির কালী পুজো। এই বাড়ির পুজোতে মূর্তি সূর্যের আলো দেখতে পায় না। কালীর পুজোর দিন এবাড়ির মূর্তি তৈরি করা শুরু হয়। রীতি অনুযায়ী খোলা আকাশের নীচেই হয় আরাধোনা হয়।
রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় পাঁচশো বছরেরও পুরনো। তৎকালীন দিনাজপুরের জমিদার মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর এই পুজোর প্রচলন করে। এই পুজো নিয়ে রয়েছে অনেক গল্পকথা। যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। একদিন মহারাজা ঘোড়ার গাড়ি করে এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন।আচমকাই গাড়ির চাকা আটকে যায়। শত চেষ্টাতেও গাড়ি এগোয়নি। সেদিন রাতেই মা স্বপ্নাদেশ দেন ওই স্থানে পুজো করার। সেই নির্দেশ মেনেই রাজার হাতে পুজো শুরু হয় এখানে। জমিদার গিরিজানাথ রায় বাহাদুরের হাত ধরেই পুজো শুরু হয় এখানে।