কালীপুজোর আগেই কালীঘাটের (Kalighat) স্কাইওয়াক খুলে যাবে বলে জানা যাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহেই কালীঘাটের (Kalighat) স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে সূত্রের খবর। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে (Kalighat) স্কাইওয়াক। ইতিমধ্যে কালীঘাটের (Kalighat) স্কাইওয়াকের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্কাইওয়াকের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে স্কাইওয়াকে করেই কালীপুজোর দিন কালীঘাটে পুজো দিতে যেতে পারেন সাধারণ মানুষ। তবে এই বিষয়ে সরকারিভাবে কিছু জাননো হয়নি। যদিও কালীপুজোর অনেক আগেই স্কাইওয়াকের উদ্বোধন হওয়ার কথা ছিল। এমনকী পয়লা বৈশাখের ‘উপহার’ হিসেবেও কালীঘাট স্কাইওয়াক খুলে দেওয়া হবে বলে আলোচনা চলছিল। অনেকবার স্কাইওয়াকের উদ্বোধনের দিন পাল্টানো হয়। পিছিয়ে যেতে পারে কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধনের দিন। বর্তমানে কালীপুজোর আগেই কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধনের লক্ষ্য নেওয়া হয়েছে।
তবে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, প্রাথমিকভাবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের তরফে নবান্নের কাছে প্রস্তাব যাবে। নবান্নের তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই স্কাইওয়াকের উদ্বোধনের দিন স্থির করা হবে। সম্ভবত কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেই সেই ঘোষণা করবেন। তবে কালীঘাটের মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাইওয়াকের উদ্বোধন করবেন। তিনি প্রথম স্কাইওয়াক দিয়ে হেঁটে কালীঘাটের মন্দিরে যাবেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
মনে করা হচ্ছে, স্কাইওয়াক চালু হয়ে গেলে দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও ভিড় অনেকটা কমে যাবে। আশুতোষ মুখোপাধ্যায় রোড থেকে কালীঘাট স্কাইওয়াকে উঠবেন। এই স্কাইওয়াকে সোজা কালীঘাটের মন্দিরে যাওয়া যাবে। রাস্তার ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা সহজেই কালীঘাটে পুজো দিতে পারবেন। কালীঘাটের স্কাইওয়াক নিয়ে সাধারণ মানুষের উন্মাজনা নেহাৎ কম নয়। কিন্তু এই উদ্বোধন আরও পিছিয়ে যায় কি না, সেই নিয়ে সাধারণ মানুষের সন্দেহ রয়েছে।