Homeরাজ্যের খবরKalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

Published on

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এমভিএ-র ভরাডুবির প্রেক্ষিতে কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, মোদীকে সরাতে মমতার বিকল্প নেই।

এদিন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদীকে হারাতে হলে দেশব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান বিরোধী নেত্রী বা মোদীবিরোধী প্রধান মুখ হিসাবে তুলে ধরতে হবে। এবং এক্ষেত্রে কোনও রাজনৈতিক দল যদি নিজেদের ‘ইগো’ নিয়ে বসে থাকে, তাহলে আদতে কাজের কাজ কিছুই হবে না। রবিবার শ্রীরামপুরে কল্যান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া একটি রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, , সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ফল ভালো হয়নি। মহারাষ্ট্রেও তারা সফল হতে পারেনি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলি স্বীকার করে নিতে হবে। এবং তারপর সকলে মিলে একত্রে মোদী তথা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।

 

রবিবার স্পষ্ট করে তৃণমূল সাংসদ বলেন, বিরোধী জোট বা INDIA শিবির যে জাতীয়স্তরে বারবার গেরুয়া বাহিনীর কাছে পরাজিত হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই প্রেক্ষাপট বদলাতে গেলে জাতীয় নেতৃত্বেও বদল আনতে হবে। তিনি মনে করছেন, সারা ভারতে লড়াকু নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিচিত। তিনি মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, সেটাও কারও অজানা নয়। মোদীকে পরাস্ত করতে মমতার এই ইমেজকেই যে ঠিক মতো ব্যবহার করতে হবে।

 

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট কিছু ভালো ফল করলেও মোদীর বিরোধী মুখ হিসেবে কাউকে তুলে ধরতে পারেনি। যদিও সুচারুভাবে কংগ্রেস মোদী বিরোধী হিসেবে রাহুল গান্ধীর মুখই স্পষ্ট করতে চেয়েছিল। কিন্তু কংগ্রেসের এই পদক্ষেপে প্রথম থেকে তৃণমূলের আপত্তি ছিল। একথা তৃণমূল ইন্ডিয়া জোটের বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন। অন্যদিকে, তৃণমূলের তরফে বার বার মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।

Latest News

Canada: কঠোর পদক্ষেপ কানাডার, নিজ্জর হত্যা মামলার ভারতীয় অভিযুক্তদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

কানাডিয়ান সরকার (Canada) ভারতের সাথে বিবাদ থেকে বিরত হচ্ছে না। এখন কানাডা সরকার খালিস্তানি...

Kangana On Uddhav Thackeray: দৈত্যর মতো পরিণতি হয়েছে উদ্ধব ঠাকরের, মহারাষ্ট্রে মহায়ুতির জয় নিয়ে কঙ্গনা রানাওয়াতের মন্তব্য

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহা বিকাশ আগাদিকে পরাজিত করেছে মহাযুতি জোট। এর একদিন পর রবিবার...

Mayawati Overtakes Akhilesh: ইউপি উপনির্বাচন এড়িয়ে যান…ঝাড়খণ্ডে সমাজবাদী পার্টিকে পেছনে ফেলেছে বিএসপি

আপাতত ইউপি ছেড়ে দিন। এসপি এবং বিএসপিও ঝাড়খণ্ডে (Mayawati Overtakes Akhilesh) তাদের ভাগ্য পরীক্ষা...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

More like this

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

Bikash Mishra: আমি মুখ খুললে সরকার পড়ে যাবে! প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র

এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময়...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...