মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস (Kamala Harris)। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।
দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেওয়া ভাষণে কমলা (Kamala Harris) বলেন, তিনি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হবেন। আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা। কমলা বলেন, তাঁর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। কমলা বলেন, দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। কমলা বলেন, ‘আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
Kamala Harris: Let’s get out there, let’s fight for it, let’s get out there, let’s vote for it. And together, let us write the next great chapter in the most extraordinary story ever told. pic.twitter.com/sKxcpMUvz1
— Acyn (@Acyn) August 23, 2024
মজার বিষয় হলো, গতকাল ছিল কমলার (Kamala Harris) দশম বিবাহবার্ষিকী। এ সপ্তাহের শুরুতে সেকেন্ড জেন্টেলম্যান ডগ এমহফ তাঁদের বিবাহবার্ষিকীর খবর প্রকাশ্যে এনেছেন। বিয়ের এক দশক পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একাধিক পোস্ট দিয়েছেন। পোস্টে ডগ এমহফ লিখেছেন, ‘বিয়ের ১০ বছর। চিরদিন একসঙ্গে থাকতে চাই। শুভ বিবাহবার্ষিকী। আমি তোমাকে ভালোবাসি।’ সেখানে দুজনের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন এমহফ।
শিকাগোর সম্মেলনমঞ্চে কমলা হ্যারিসের পরিবারের কয়েকজন সদস্যকে দেখা গেছে। তাঁদের মধ্যে কমলার ভাইঝি মিনা হ্যারিস, নতুন পক্ষের মেয়ে ইলা এমহফ ও পালিত কন্যা হেলেনা হুডলিন ছিলেন। পরিবারের সদস্যরা তাঁদের জীবনে কমলা হ্যারিসের ইতিবাচক প্রভাবের কথা বলেছেন। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা একই রকম ইতিবাচক প্রভাব রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
BREAKING: Kerry Washington just brought out Kamala Harris’ nieces to teach Donald Trump how to pronounce a Kamala’s name. Retweet so all Americans see this incredible clip. pic.twitter.com/5UcOarXzT3
— Kamala’s Wins (@harris_wins) August 23, 2024
সম্মেলনমঞ্চে আরও একটি মজার ঘটনা ঘটেছে। কমলার হ্যারিসের (Kamala Harris) ভাইঝির দুই সন্তান তাঁর নামের উচ্চারণ শিখিয়েছেন সমবেত জনতাকে। কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন বারবার কমলা হ্যারিসের নাম ভুলভাবে উচ্চারণ করেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ভুলবশত এমনটা করা হয়েছে, অশ্রদ্ধাবশত নয়। কমলার ভাইঝির দুই মেয়ে তাই সমবেত দর্শক–শ্রোতাকে কমলার নামের সঠিক উচ্চারণ শেখানোর চেষ্টা করেছেন।