পল্লব হাজরা, কামারহাটি: শুক্রবার সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্স যান গোপাল সাহা (Gopal saha)। তাকে বসিয়ে রেখে চলে ইডির (ED) অধিকারীকের জিজ্ঞাসাবাদ। শুক্রবার সারা রাত পেরিয়ে গেলেও ইডি দপ্তর থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি পুরপ্রধানকে। টানা ১৮ঘন্টা পর শেষ হয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।
শনিবার সেই ইডির বিরুদ্ধে কামারহাটির (Kamarhati) পথে নামেন তিনি। গোপাল সাহা দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই ডাকছে তখনই যাচ্ছি। যা প্রশ্ন করছে তাতে উত্তর দিচ্ছি। তাদের কর্তব্য তারা করছেন আমি আমার কর্তব্য করছি। প্রয়োজনে ভবিষ্যতে ডাকলেও যাবো । তবে বারবার ডাক পাঠানোয় পুরসভার বেশ কিছু কাজের ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, পুর দুর্নীতি (Scam) মামলায় গত ৫ অক্টোবর বরানগর (Baranagar), দক্ষিণ দমদম(South DumDum), পাশাপাশি কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও ইডি তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চলে সেই তল্লাশি অভিযান। যদিও তিনি সেই সময় দাবি করেন এর সাথে তার কোন যোগাযোগ নেই।
এর আগে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনও তলব করা হয়েছিল গোপাল সাহাকে। ১১ঘন্টা জেরার পর সে বার তাঁকে ছেড়ে দেওয়া হয়।