Homeরাজ্যের খবরKanthi: হস্টেল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ডাক্তারি পড়ুয়ার! কারণ নিয়ে...

Kanthi: হস্টেল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ডাক্তারি পড়ুয়ার! কারণ নিয়ে ধোঁয়াশা

Published on

আরজি কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য (Kanthi)। রবিবার আরজি করের হস্টেলে আত্মহত্যার চেষ্টা করেন এক নার্সিং পড়ুয়া। এবার কাঁথিতে (Kanthi) এক আয়ুর্বেদ কলেজের হস্টেল থেকে ঝাঁপ দিলেন এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তবে কী কারণে তরুণী ঝাঁপ দিয়ে আত্মহত্যার (Kanthi) চেষ্টা করেছেন তা এখনও জানা যায়নি। তবে তাঁকে (Kanthi) তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

জানা গিয়েছে, কলকাতার কসবায় ওই তরুণী ডাক্তারি পড়ুয়ার বাড়ি। তিনি  কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রথম বর্ষের ছাত্রী। রবিবার রাত পৌনে দশটা নাগাদ হস্টেল থেকে ঝাঁপ দেন। হস্টেলের নিরাপত্তারক্ষী বলেন, ওই তরুণী ফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে আচমকা ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে, আয়ুর্বেদ এই কলেজের সম্পাদক সুকমল মাইতি বলেন, “মেয়েটি এখন ভাল আছে। কথা বলছে। কেন এমন করল জানি না। আমি তার বাবা-মার সঙ্গে কথা বলেছি। তারা মেয়েকে কলকাতায় রেফার করার আবেদন জানান। সেইমতো এখান থেকে মেয়েটিকে কলকাতায় রেফার করা হয়েছে।”

অন্যদিকে, রবিবার আরজি করের নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন। হস্টেলের রুমে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেড়ে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। এদিন এই আয়ুর্বেদ কলেজের ছাত্রীর ঝাঁপ দেওয়ার কারণ নিয়ে সবদিক খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। হস্টেলে কোনও সমস্যা হয়েছিল কি না, ব়্যাগিংয়ের শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

অন্যদিকে, কিছুদিন আগেই ঝাড়গ্রামের এক লজ থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তিনি দেড় বছর আগে আরজি করে ছিলেন। ওই চিকিৎসকের দেহ ময়নাতদন্তের পর জানা গিয়েছে, বাইরে থেকে কিছু ইনজেক্ট করা হয়েছে চিকিৎসকের দেহ। সেখান থেকেই চিকিৎসকের মাল্টি অর্গান ফিলিউর হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের দেহের পাশে একটি ইঞ্জেকশন পাওয়া গিয়েছে।

Latest News

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...

By elections: উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূলের! বিজেপির হাতছাড়া মাদারিহাট কেন্দ্রও

আরজি কর আবহের মধ্যেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By elections) হয়। ছয় বিধানসভা...

Jharkhand Election: ঝাড়খণ্ডে ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন হেমন্ত সোরেন, এই ৫ কারণে পিছিয়েছে বিজেপি

ঝাড়খণ্ডের (Jharkhand Election) ২৪ বছরের পুরনো রাজনৈতিক রেকর্ড ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই...

IPL 2025: মেগা নিলামের আগে কোন দলের পকেটে কত টাকা বাকি আছে?

আইপিএল ২০২৫-এর (IPL 2025) মেগা নিলামে খুব কম সময় বাকি। এ বছরের মেগা নিলাম...

More like this

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...

By elections: উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূলের! বিজেপির হাতছাড়া মাদারিহাট কেন্দ্রও

আরজি কর আবহের মধ্যেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By elections) হয়। ছয় বিধানসভা...

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...