পল্লব হাজরা, খড়দহ: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন ১৩১১৪ লালগোলা কলকাতা হাজাদুয়ারী এক্সপ্রেস। সোমবার রাতে কলকাতায় উদ্দেশ্যে আসছিল ট্রেনটি। তবে খড়দহ (khardah) আসতেই ঘটে বিপত্তি। এদিন খড়দহ স্টেশন সংলগ্ন ৮ নম্বর রেলগেট বন্ধ হওয়ার সময় তার মধ্যে চলে আসে দুটি গাড়ি।
স্থানীয় বাসিন্দাদের দাবি গাড়ি দুটি গেট না খোলায় কার্যত দুটি গেটের মাঝে বন্দী হয়ে যায়। সেই মুহূর্তে ৪নং প্লাটফর্ম দিয়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ছুটে আসলে সংঘর্ষ হয় ট্রেন ও গাড়ির। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় স্করপিও গাড়িটি । ট্রেনের চালক তৎক্ষণাত গতি নিয়ন্ত্রণে আনলে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। হতাহতের কোন খবর না থাকলেও গুরুতর আহত হয়েছে স্করপিও গাড়ির চালক। দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায়। পরবর্তী সময়ে রেল পুলিশের সহযোগিতায় অবশেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
তবে খড়দহের (khardah) দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার যাত্রী সুরক্ষা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় গেটম্যানের কি ভূমিকা ছিল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে রেলের পক্ষ থেকে।