পল্লব হাজরা ,খড়দহ: ফুল প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়। ব্যস্ততম কংক্রিটে ঘেরা শহরে রকমারি ফুল দেখার সুযোগ অনেকেরই হয়ে ওঠেনা। পুষ্প প্রেমী মানুষের কাছে তারই সুযোগ করে দিতে খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটির উদ্যোগে শুরু হল ২৪তম পুষ্পপ্রদর্শনী। নববর্ষে প্রথম দিনে ফিতে কেটে প্রদর্শনীর দ্বার উদঘাটন করেন মহাকাশ বিজ্ঞানী তপন মিশ্র সহ সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। ১লা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি প্রত্যহ দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত রহড়া জীবনানন্দ দাশ স্মৃতি উদ্যানে চলবে এই প্রদর্শনী।
খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটির সম্পাদক অতীন বসু জানান প্রায় ১০০জন প্রতিযোগী রাজ্যের নানা প্রান্ত থেকে এই পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনীতে এলে পুষ্প প্রেমী মানুষেরা দেখতে পাবেন ডালিয়া,গোলাপ, চন্দ্রমল্লিকা,অর্কিড, ক্যাকটাস, বনসাই সহ নানান ফলের গাছ।
করোনা আবহে বেশ কিছু বছর প্রদর্শনী না হওয়ায় উৎসবের মরশুমে প্রদর্শন দেখতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।