আইটি কর্মী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক ডেলিভারি বয়ের (Kolkata)। কিন্তু সম্পর্ক ভাঙতেই ভয়ঙ্কর রূপ নেয় সেই প্রেম (Kolkata)। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তরুণীকে অ্যাসিড হামলার হুমকি, মারধর ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে (Kolkata)। পুলিশের তৎপরতায় শেষমেশ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে (Kolkata)।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া যুবকের নাম অমিত চক্রবর্তী (২৭), যিনি দমদমের বাসিন্দা। তদন্তে জানা গেছে, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অমিতের। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান দু’জন। কিন্তু ২০২৩ সালে কোনো কারণে সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই শুরু হয় তরুণীর প্রতি অমিতের ভয়ঙ্কর আচরণ।
২০২৪ সালে অভিযুক্ত অমিত তরুণীকে তাঁর অফিসের বাইরে ডেকে পাঠান। অভিযোগ, সেখানে গিয়ে তিনি মেয়েটিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, অ্যাসিড হামলা চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি তরুণীর ব্যক্তিগত ছবি ভাইরাল করারও ভয় দেখান বলে অভিযোগ।
প্রথম দফায় হুমকির পর ভুক্তভোগী তরুণী কাশিপুর থানায় জিডি করেন। পুলিশ অভিযুক্তকে থানায় ডেকে এনে সতর্ক করে এবং মুচলেখা নেয়। কিন্তু এতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
শনিবার ফের ভয়ঙ্কর হয়ে ওঠে অমিত। অভিযোগ, তরুণীর ফোন না ধরার কারণে কাটারি, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হয় অভিযুক্ত। আতঙ্কিত তরুণী নিজেকে বাঁচাতে ১০০ ডায়াল করে পুলিশের সাহায্য চান।
খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত, এবং পুরো ঘটনার তদন্ত চলছে। গত বৃহস্পতিবার কলকাতার ইএম বাইপাসের ধারে একটি জনপ্রিয় ধাবার সামনে এক তরুণীকে ছুরি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাবালকের বিরুদ্ধে। বাবার সঙ্গে তরুণী পরকীয়া চলছিল বলে অভিযোগ ওঠে। ১৬ বছরের ওই কিশোর রাগে তাঁর বাবার প্রেমিকার ওপর হামলা করে জানা গিয়েছে। যদিও ওই প্রেমিকার পরিবারের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। তবে এইভাবে প্রকাশ্য রাস্তায় কোনও তরুণীকে হত্যা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।