শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কলকাতা লিগ (Kolkata League)। এবার যতই লিগের ম্যাচ শেষের দিকে এগোচ্ছে, ততই যেন ইস্টবেঙ্গল জয়ের গন্ধ পেতে শুরু করেছে। শুক্রবার এই সুপার সিক্সের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল বনাম মহমেডানের খেলা হতে চলেছে। গতবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে এবার চ্যাম্পিয়নের পথে রাস্তা পাকা করতে চাইছে লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গল শুক্রবারের খেলায় সুপার সিক্সে মহমেডানকে হারালে টানা ১০টি ম্যাচে জয়লাভ করা হবে। গ্রুপ এবং সুপার সিক্স মিলিয়ে ১৪ টি ম্যাচের মধ্যে ১৩ টি জিতেছে লাল হলুদ। একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে কলকাতা লিগের (Kolkata League) চ্যাম্পিয়ন হওয়ার পথে একেবারে শীর্ষে এগিয়ে রয়েছে লাল হলুদ শিবির।
ইস্টবেঙ্গলের মোট পয়েন্ট ৪০, ১৪ ম্যাচে এই পয়েন্ট দখল করেছে তারা। তারপরই রয়েছে ডায়মন্ডহারবার। তাদের পয়েন্ট ৩৬ ভবানীপুর ৩২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে। এবার মহমেডানের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৪ টি ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা এবার শেষের দিকে রয়েছে। তিনটি করে ম্যাচ সুপার সিক্সে বাকি রয়েছে। ইস্টবেঙ্গল ডায়মন্ডহারবার, মহমেডান এবং ভবানীপুরের বিরুদ্ধে খেলবে। আর মহমেডানকে হারাতে পারলেই ১৫ টি ম্যাচে ৪৩ পয়েন্ট হয়ে যাবে লাল হলুদের। আর যদি ডায়মন্ডহারবার পয়েন্ট নষ্ট করে ফেলে, তাহলে লাল হলুদ ৬ বা ৭ পয়েন্টে এগিয়ে যাবে। জিতলেও দুইদলের মধ্যে ৪ পয়েন্ট এর পার্থক্য থেকে যাচ্ছে। আর পঞ্চম ম্যাচে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার মুখোমুখি নামতে চলেছে।
শুক্রবার দুপুর তিনটে থেকেই ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ শুরু হয়ে যাবে। নৈহাটির মাঠে এই ম্যাচ শুরু হতে চলেছে। ম্যাচের আগে লাল হলুদের কোচ জর্জ বলেছেন, ‘মহমেডানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলব না। ইস্টবেঙ্গল সমর্থকদের মাঠ ভরানোর আবেদন জানানো হচ্ছে’। ফলে ইস্টবেঙ্গল এর কাছে শুক্রবারের ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। মহমেডানকে হারালেই লিগ জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে ইস্টবেঙ্গল।