শহরে ফের মেট্রো (Kolkata Metro) স্টেশনে ঝাঁপ। জানা গেছে বুধবার বিকেলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন চত্তরে দমদমগামী ট্রেনের সামনে আচমকাই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্টেশন জুড়ে। মেট্রোর (Kolkata Metro) তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। ফাঁকা করে দেওয়া হয় স্টেশন চত্বর। পার্কস্ট্রিট ও গিরিশ পার্কের মধ্যে সাময়িক বন্ধ রাখা হয় মেট্রো (Kolkata Metro) চলাচল।যার জেরে ব্যাহত হয় আপ লাইন কবি সুভাষ ও দক্ষিনেশ্বর মেট্রো পরিষেবা।
মেট্রো (Kolkata Metro) রেল সূত্রের খবর বুধবার বিকেলে ৪:১৫ মিনিটে এক ব্যক্তি কবি সুভাষ থেকে আসা দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। বেশ কিছু সময় লাইনে বিদ্যুৎ ছিল বিচ্ছিন্ন। দেহ উদ্ধার করা হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ ডাউন লাইনে সচল ছিল ট্রেন চলাচল।
পরে বিকেল ৪:৪৫মিনিটে চালু হয় মেট্রো চলাচল। পরিষেবা স্বাভাবিক হলে মেট্রোয় দেখা যায় যাত্রীদের উপচে ভিড়।