শুক্রবারই গল্ফগ্রিনের (Kolkata) একটি ভ্যাট থেকে এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধার করেছিল কলকাতা (Kolkata) পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা (Kolkata) পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। ধৃতের নাম (Kolkata) আতিকুর। সিসিটিভি ফুটেজে (Kolkata) আতিকুরের ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে গল্ফগ্রিনে একটি ভ্যাটের কাছ থেকে এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধার করা হয়। সেখানে সাদা রঙের একটি প্লাস্টিকে মোড়া ছিল মহিলার কাটা মুণ্ডু। ঘটনাস্থলে কাঁচা রক্তের উপস্থিতি পাওয়া যায়। কাটামুণ্ডু দেখার পরে সাফাই কর্মীরাই পুলিশে খবর দেয়। ঘটনায় কলকাতা পুলিশ দ্রুত উপস্থিত হয়। তড়িঘড়ি সিট গঠন করা হয়। রাতেই মহিলার পরিচয় জানা যায়। ভোরে আতিকুর নামের এক ব্যক্তিকে আটক করা হয় বলে কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে ওই এলাকায় আতিকুরের গতিবিধির প্রমাণ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ ও টাওয়ার লোকেশন থেকেই আতিকুরের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর রাতে আতিকুরকে দেখতে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুলিশ তদন্ত শুরু করার পর অপরাধীকে ধরতে আশপাশের পুলিশ জেলা ও কমিশনারেটের কাছেও পাঠিয়ে দেয় আতিকুরের ছবি। ডায়মণ্ড পুলিশ খোঁজ খবর করার পরেই আতিকুরের সন্ধান পায়। সন্ধান মেলে আতিকুরের মোবাইল নম্বরের। কলকাতা পুলিশ সেই নম্বর ট্রাক করে জানতে পারে, আতিকুর শুক্রবার গল্ফগ্রিনে ছিল। তারপরেই পুলিশ অভিযান চালায়। শনিবার ভোররাতে আতিকুরের সন্ধান পাওয়া যায়।
আতিকুর লস্কর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকভাঙা পঞ্চগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম খাদিজা বিবি। মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা ছিলেন খাদিজা। জানা গিয়েছে, খাদিজার বিয়ে আতিকুরের গ্রামেই হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, প্রণয় ঘটিত কারণে খাদিজাকে খুন করেছে পুলিশ। খুনের বিষয়ে কলকাতা পুলিশ ইতিমধ্যে আতিকুরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।