Kolkata Airport: বৃষ্টির প্রভাবে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং বে, ব্যাঘাত বিমান পরিষেবা

পাহাড় থেকে সমুদ্র রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ জলমগ্ন বিভিন্ন জেলা সহ শহর কলকাতার বিস্তৃর্ণ এলাকা ৷ ভিআইপি রোড-সহ একাধিক এলাকা জলমগ্ন ৷ সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকা কার্যত ভাসছে ৷ জল জমেছে কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরেও ৷ বিমান পার্কিং বে’তে জল জমে রয়েছে ৷ সেই জলের উপরই দাঁড়িয়ে রয়েছে পর পর বিমান। তবে রানওয়েতে জল নেই ৷ বিমান ওঠা-নামায় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷