সাংবাদিক সম্মেলনে ফের বিতর্কিত মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ভগবান না করুন যদি পুলিশের কোনও পরিবার ডাক্তারদের সামনে শিরদাঁড়া নিয়ে না দাঁড়ান! সম্প্রতি কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে জুনিয়র চিকিৎসকরা প্রতীকি শিরদাঁড়া দেন। পাল্টা কুণাল ঘোষ জুনিয়র চিকিৎসকদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করলেন।
একটি সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ভগবান না করুন পুলিশের কোনও পরিবারের কেউ শিরদাঁড়া নিয়ে গিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান। আর বলেন, দয়া করে হাসপাতালের বিল এত করবেন না, অহেতুক পেসমেকার বসাবেন না। যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলেন, অকারণে ওমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না।” নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “আসলে আমাদের সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে হয়।”
আরজি করে বিনা চিকিৎসায় এক দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। এই খবর উঠে আসার পরে ফের আসরে নামেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি কর্মবিরতিতে থাকা ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আরজি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা ২৮ বছরের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। শ্রীরামপুরের ওই যুবকের পায়ের ওপর দিয়ে লরির চাকা চলে যায়। তাঁকে আরজি করে রেফার করা হয়। সকাল ৯টার সময় ওই যুবককে আরজি করে নিয়ে আসা হয়। ১২টা পর্যন্ত বাইরেই পড়ে ছিল। কোনও চিকিৎসা পরিসেবা তাঁকে দেওয়া হয়নি। বেলা ১২টার সময় ওই যুবকের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মৃত্যু হয়। সরকারি হাসপাতালে আসার পরেও যুবকের মৃত্যু হয়, কারণ কর্মবিরতিতে রয়েছেন ডাক্তারবাবুরা। তাঁরা আন্দোলন করছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরপরেই কুণাল ঘোষ বলেন, “ডাক্তারবাবুদের ন্যায়বিচারের দাবির সঙ্গে আমরা সহমত। গরিব মানুষের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন। দয়া করে রিলে পদ্ধতিতে কর্মবিরতি করুন।” এর আগেও কুণাল ঘোষ জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন।