Kunal Ghosh: আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন! আরজি কর ইস্যুতে ফের বিস্ফোরক কুণাল ঘোষ

আরজি কর ঘটনায় চার মাস হয়েছে (Kunal Ghosh)। কিন্তু এখনও তদন্তের সেভাবে অগ্রগতি হয়নি। আরজি করের ইস্যুতে নতুন করে বিতর্কিত মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের (Kunal Ghosh)এক্স হ্যান্ডেলে ফের একবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একহাত নিলেন কুণাল ঘোষ। তিনি (Kaunal Ghosh)এক্স হ্যান্ডেলে লেখেন, এই আখের গোছানো শয়তানদের চিনে রাখুন। কুণাল ঘোষ কাদেরকে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করলেন।

সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, “কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজি কর নিয়ে পোস্ট করছেন, ‘না বিচারের চার মাস।’ সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার লাভ এদের নেশায় দাঁড়িয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। তাদের হাতে থাকলে এতদিনে কুলতলির মত ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত।

এই অতিবিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে। তদন্ত, চার্জশিট, চার্জফ্রেম হয়েছে। আদালতে রোজ বিচারের সাক্ষ্য, শুনানি চলছে। সুপ্রিম কোর্ট নজরদারি করছেন। সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই। বিচার চলছে।

তাহলে ‘না বিচার’ বা ‘বিচারহীন’ বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা? নিজেদের প্রচার, কেরিয়ার, রাজনীতি, ফিল্ম ফেস্ট, যাবতীয় কাজ গুছিয়ে এই সব মিথ্যা পোস্টের নাটক যাঁরা করছেন, এইসব স্বার্থপর, নাটকবাজ, অভয়ার আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন।”

তিনি সরাসরি জুনিয়র চিকিৎসকদের আক্রমণ না করলেও তাঁর পোস্ট থেকে ইঙ্গিত স্পষ্ট। তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করছেন। তবে এই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু কুণাল ঘোষকে নেটিজেনরা পাল্টা জবাব দিয়েছেন। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের এই মন্তব্যের উত্তরে বলেন, যাকে ২৪ ঘণ্টার মধ্য়ে আপনি ধরেছেন সেই লোকটা হাসপাতালের কোনও বিভাগের সঙ্গে যুক্ত নয়। তা সত্ত্বেও হাসপাতালের মধ্য়ে ঢুকে খুন, ধর্ষণ সে করলো কী করে? কোথায় ছিল হাসপাতাল ও ডাক্তারদের নিরাপত্তা? যার বা যাদের অকর্মণ্যতার জন্য একজন ডাক্তারকে ধর্ষিতা হয়ে প্রাণ দিতে হয়েছে তাদের গ্রেফতার করেছেন? অপর এক নেটিজেনের দাবি প্রশাসনিক মদতে প্রমাণ লোপাট করে এখন বড় আওয়াজ দেওয়া হচ্ছে।