আরজি কর কাণ্ডে যে সব শিল্পীরা প্রতিবাদ করেছিলেন, তাঁদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপরেই একাধিক তৃণমূলের অনুষ্ঠানে আরজি করে অনুষ্ঠান আরজি কর কাণ্ডে প্রতিবাদ করা শিল্পীদের (Kunal Ghosh) ডাকা হয়নি। ডাক পেয়েছিলেন তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীরা। কুণাল ঘোষের (Kunal Ghosh) অবস্থান দলের অবস্থান নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি(Kunal Ghosh) । এরপরেই কুণাল ঘোষ (Kunal Ghosh) কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে চ্যালেঞ্জ করেন।
অন্যদিকে, কুণাল ঘোষের সুরেই মেলালেন তৃণমূলের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, আর জি করআন্দোলনের পর কোন শিল্পীদের বয়কট করা হবে , তা নিয়ে দলের বিভিন্ন গ্রুপেও বার্তা গিয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দেশে ছিলেন না। চিকিৎসার কারণে বাইরে ছিলেন। তাই তিনি সবটা জানেন না। অন্যদিকে, কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থন নয়’। পাশাপাশি তিনি বলেন, যে সব শিল্পীরা ‘চটিচাটা’ বা ‘চটি মারো তালে তালে’র মতো মন্তব্য করেছিলেন , তাঁদের দলীয় অনুষ্ঠানে ডাকা হবে কেন ? আর তাঁরাই বা কেমন, তাঁদেরই বা শিরদাঁড়া কোথায় !
এই প্রসঙ্গে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রীসহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়। এই শীতে এঁদের বয়কট করা হোক।’