নতুন করে কুণাল ঘোষ (Kunal Ghosh)ও শতরূপ ঘোষের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। সকাল ১১ টা ৪০ মিনিটে একটি ছবি পোস্ট করেন তৃণমূল নেতা (Kunal Ghosh)। সেই ছবিতে দেখা যায়, কুণাল ঘোষ (Kunal Ghosh) হাসিমুখে একটা ইঁদুর ধরে রয়েছেন। সেই ছবির ক্যাপশান দেন, নাম রাখছি শতরূপ।
তবে থেকে থাকার পাত্র নয় সিপিএম নেতা শতরূপ ঘোষ। কুণাল ঘোষ যে ছবিটি পোস্ট করেছিলেন, সেখানে পাশে কতগুলো বন্দি খরগোশ দেখা যাচ্ছিল। এবার শতরূপ ঘোষ কুণাল ঘোষের (Kunal Ghosh) সেই পোস্টটিকে শেয়ার করে বলেন, ‘ধন্যবাদ কুনালদা। মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দী খরগোশটার নাম রাখলাম কুনাল ঘোষ।’
সোমবার সকালেই লড়াইয়ের সূচনা হয়। বার বার কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিক বিতর্কিত মন্তব্য করছেন। তিনি গতকাল বলেন, জুনিয়র চিকিৎসকদের আন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। তার প্রমাণ স্বরূপ একটি অডিও প্রকাশ করেন। যদিও কুণাল ঘোষের সেই দাবি কার্যত উড়িয়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শনিবার বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠকে যান। যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকদের একটি অডিও ভাইরাল হয়েছে। যার জেরে কুণাল ঘোষ অভিযোগ করেছেন, একপক্ষ কাজে যোগ দিতে চাইছেন। কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে। কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান জুনিয়র চিকিৎসকরা। তাঁরা সরাসরি বলেন, কুণালবাবু কী বললেন তাতে আমাদের কিছু যায় আসে না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন, ‘কুণালবাবু কী বললেন তাতে কিছু যায় আসে না। আমাদের মধ্যে কোনও সংঘাত নেই। মতপার্থক্য অবশ্যই থাকে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে সর্বসম্মতভাবে আন্দোলন এগিয়ে নিয়ে চলাই হল গণতান্ত্রিক পদ্ধতি। যে কোনও গণতান্ত্রে এভাবেই কাজ হয়।’ তবে ফের আজকে বিকেল পাঁচটা নাগাদ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডেকেছে সরকার। এই বিষয়ে একটি ইমেল করেন মুখ্যসচিব। তবে সেই বিষয়ে জুনিয়র চিকিৎসকরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তাঁরা বৈঠক করছেন।