গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজড করল লালবাজার (Kolkata Police)। কী কারণে গল্ফগ্রিন থানার ওসিকে (Kolkata Police) ক্লোজড করা হয়েছে, তা জানা যায়নি। এই বিষয়ে লালবাজারের (Kolkata Police) শীর্ষ আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। কোনও মন্তব্য করতে চাননি (Kolkata Police)। কিন্তু লালবাজার (Kolkata Police) কোনও ছোট কারণে দক্ষিণ কলকাতার গ্ল্ফগ্রিন থানার ওসিকে যে ক্লোজড করবে না, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসনিক কারণে তাঁকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার (Kolkata Police) সূত্রে খবর।
গল্ফগ্রিন থানার ওসি করুণা শঙ্কর সিংকে ক্লোজড করার সঙ্গে সঙ্গে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিসি অরুণ কুমার সরকারকে। যতদিন না নতুন ওসি আসছেন, তিনি দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ করার পিছনে একটি কারণ জানা যাচ্ছে। জানা গিয়েছে, গত ২১ নভেম্বর যাদবপুর থানার বিক্রমগড়ে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়। সেই মৃত্যুতে নাম জড়ায় গল্ফগ্রিন থানার ওসির।ডিসি এসএসডির নেতৃত্বে পুরো ঘটনার তদন্ত হয়। সেই রিপোর্টের প্রেক্ষিতেই গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজড করা হয় বলে জানা গিয়েছে।
অভিযোগ উঠেছিল, বিক্রমগড়ের ওই তরুণীর মৃত্যুর সঠিক তদন্ত হয়নি। সেই অভিযোগ সত্যি কি না তা যাচাই করেন ডিসি এসএসডি। সেখান থেকে যে তথ্য উঠে আসে, তা পুরোটাই গল্ফগ্রিন থানার ওসির বিরুদ্ধে যায়। গ্লফগ্রিন থানার ওসি অনেক চেষ্টা করার পরেই সেই অভিযোগের সত্যতা অস্বীকার করতে পারেনি। ঘটনার তদন্ত শেষ হওয়ার পরেই গ্লফগ্রিন থানার ওসিকে ক্লোজড করার সিদ্ধান্ত নিয়েছিল। অনেকে মনে করছেন, তরুণীর মৃত্যুর তদন্তের রিপোর্ট আসার পরেই গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জেলার এক পুলিশ অফিসারকে ক্লোজড করা হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশের কোনও অফিসারকে ক্লোজড করা হতে পারে, তা কখনও কেউ ভাবেনি। বিক্রমগড়ের তরুণীর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত করা হয়নি বলে যে অভিযোগ ওঠে, তারই তদন্ত শুরু করেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উচ্চ পদস্থ আধিকারিকরা শুধু তদন্তে গাফিলতির প্রমাণ পাননি, বরং তদন্ত প্রভাব খাটানোর প্রমাণ পান গ্লফগ্রিন থানার ওসির বিরুদ্ধে। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।