পল্লব হাজরা,বরাহনগরঃ রাজ্যের আংশিক লকডাউনে সমস্যায় পড়েছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ। গৃহবন্দি থাকার ফলে বেড়েছে আর্থিক সমস্যা। আর এই সমস্যা কিছুটা লাঘু করতে বনহুগলি রাজা রামমোহন রায় স্মৃতি সংঘ এবং বনহুগলি কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে শনিবার ও রবিবার এই দু’দিন ব্যাপি পালিত হলো ‘হাটে বাজারে পরিষেবা’।
শনিবার দৈনন্দিন জীবনের কিছু শুকনো সামগ্রী, তথা চাল,আটা, ডাল, তেল, নুন, বিস্কুট, নুডুলস ইত্যাদি। রবিবার সংঘের প্রাঙ্গণ থেকে কাঁচা সব্জি যেমন, আলু,বেগুন,কুমড়ো সহ নানা রকম শাক-সব্জি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন বরাহনগর ১৫ নম্বর ওয়ার্ড তথা বরাহনগর পুরসভার মুখ্যপ্রশাসক অপর্ণা মৌলিক।
দু’দিনের এই ‘হাটে বাজারে পরিষেবা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, উপস্থিত ছিলেন বরাহনগর পুরসভার ২১নম্বর ওয়ার্ডের তথা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দিলীপ নারায়ণ বসু, পুরসভার সদস্য বিশ্বজিৎ বর্ধন সহ বরাহনগর বিধানসভার ছাত্রপরিষদের নেতা সান্তনু মজুমদার এবং বনহুগলির দীর্ঘ দিনের মানুষের সেবায় নিয়জিত ওই দুই সংঘের কর্মকর্তা ও বিশিষ্ট সদস্যরা।
সংঘের দুই কর্তা সুমন দাস এবং শেখর নাথ জানান,সারা বছর ধরেই তাঁরা মানুষের পাশে থেকে কাজ করেন। শুধুমাত্র বরাহনগরই না, নানা সময় নানান দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের সেবা করেছেন। আয়লা- আম্ফানের পর সদ্য ঘটে যাওয়া ইয়াসের ত্রাণ থেকে রক্তদান শিবির তারা আয়জন করেছেন।দু’দিনের এই বাজারের ফলে অনেক মানুষই উপকৃত হয়েছেন বলে তারা জানান এবং ভবিষ্যতেও তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।