নিউজ ডেস্ক,খবর এইসময়ঃ সমাজে এমন অনেক মানুষই আছেন যারা পথেঘাটে থুতু ফেলেন। আর তা আছে বলেই, রাজ্যে যত্রতত্র থুতু ফেলার জন্য সরকার জরিমানা নিয়ে কয়েক লক্ষ টাকা কোষাগারে জমাতে পারে! হ্যাঁ। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে দেশের বাণিজ্যনগরীতে। মাত্র ১০ মাসে ৩৩ লক্ষ টাকা কোষাগারে তুলে অবাক করা কাণ্ড ঘটিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি (BMC) ।
পথঘট স্ব্বচ্ছ রাখতে দিনভর নজরদারি চালান বিএমসির ক্লিন-আপ মার্শালের টিম। রাস্তায় কেউ কোথাও থুকলেই, সঙ্গে সঙ্গে চেপে ধরেন তাঁরা। কড়কড়ে ২০০ টাকা জরিমানা দিতে হয় ‘অপরাধী’কে। বিএমসি (BMC) তথ্য বলছে, গত ১০ মাসে এরকম ১৬ হাজার ৬৫৯ জনকে জরিমানা দিতে হয়েছে।
পুরনিগমের ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম’-এর আধিকারিকরা জানান, চার্চ গেট, ডোঙ্গারি, মালাবার হিল, বাইকুল্লা থেকে সবচেয়ে বেশি জরিমানা আদায় হয়েছে। মার্শাল১১.৫৮ লক্ষ টাকা আদায় করেছেন এই সমস্ত জায়গা থেকে। কুর্লা, সাকি নাকা এলাকা থেকেই ৫.৫৯ লক্ষ টাকা এসেছে।
শুধু যে থুতু ফেলার জরিমানা থেকেই লক্ষ লক্ষ টাকা এসেছে বিএমসি’র এমনটা কিন্তু নয়, কোভিডকালে মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য মুম্বইয়ের ২৯.৭১ লক্ষ মানুষের কাছ থেকে জরিমানা বাবদ ৫৯.৮২ কোটি টাকা আয় করেছে পুরসভা।