নিউজ ডেস্ক,খবরএইসময়ঃ করোনাভাইরাস তার দ্বিতীয় ঢেউয়ের বিলুপ্তি ঘটিয়ে শীঘ্রই তৃত্বীয় ঢেউ নিয়ে আসতে চলেছে। যা কিনা আরও মারাত্মক হতে চলেছে বলেই চিকিৎসক মহল সূত্রের খবর। এরপরও আরটিপিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমেই এখনও সিংহভাগ করোনা (COVID 19) পরীক্ষা হয়। ফলে শরীরে ভাইরাস আছে কিনা তা জানতেও সময় চলে যাচ্ছিল।তবে সেই দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে। ইউনিভার্সিটি অব ইলিয়নিস শিকাগোর গবেষকরা গ্রাফিনের মাধ্যমে করোনা পরীক্ষা করার এক পদ্ধতি আবিষ্কার করেছেন। যেখানে তাঁদের দাবি, এই কার্বন দিয়ে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে স্রেফ ৫ মিনিটে।
কি ভাবে ?
গ্রাফিন কার্বনের একটি রূপ যা পোস্ট স্ট্যাম্পের থেকে প্রায় ১০০০ ভাগ ছোট। তাপের সুপরিবাহী হওয়ায় এবং দ্রুত তাপ ছেড়ে দিতে সক্ষম হওয়ায় ল্যাপটপে ও মোবাইলের স্ক্রিনের এটি ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা গ্রাফিনে একটি অ্যান্টিবডি ডিজাইন করেছেন যা স্পাইক প্রোটিনকে শনাক্ত করতে পারে। কৃত্রিম লালারসে গ্রাফিন করোনা আক্রান্ত কি না শনাক্ত করতে পারছে। অন্যান্য করোনাভাইরাসের উপস্থিতিতেও গ্রাফিন সার্স কোভ-২-কে শনাক্ত করতে পারছে, সে প্রমাণও পেয়েছেন গবেষকরা।
গ্রাফিনের কম্পন রমন স্পেক্ট্রোমিটারে মাপতেই প্রমাণ মিলছে পুরো বিষয়ের। সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে স্রেফ ৫ মিনিটে। ইতিমধ্যেই এই গবেষণা প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে। সিনিয়র গবেষক বিকাশ বেরি জানিয়েছেন, এই গবেষণা ফারাক গড়তে পারবে। যার মাধ্যমে দ্রুত এবং সঠিক আক্রান্তকে চিহ্নিত করা যাবে।