নিউজ ডেস্ক: ইউনিফর্ম পরিহিত মহিলা পুলিশকর্মীর কাঁধে স্ট্রেচারে শোওয়ানো দেহ। ধানখেত বেয়ে হেঁটে চলেছেন উর্দিধারী তরুণী। সোমবার থেকে ইন্টারনেটে ভাইরাল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের এই ছবি ইন্টারনেটে ভাইরাল। সেই সঙ্গে ভাইরাল ওই তরুণী — কাসিবুগ্গা থানার সাব ইনস্পেক্টর এম এস শিরীষা।
অপরিচিত, গৃহহীন বৃদ্ধের মৃত্যু হয়েছিল ধানখেতের ধারে। স্থানীয় কেউ তাঁর দেহ সৎকারে এগিয়ে আসেনি। তখন একটি স্ট্রেচার জোগাড় করে দেহটি তাতে তুলে নিজেই কাঁধে করে রওনা দেন শিরীষা। তাঁকে দেখে এগিয়ে আসেন এক ব্যক্তি। দু’কিলোমিটার ওই ভাবে হেঁটে গিয়ে দেহটি তাঁরা তুলে দেন ললিতা চ্যারিটেবল ট্রাস্টের হাতে। সৎকার হয় বৃদ্ধের। শ্রীকাকুলামের তট-শহর পালাসার সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শিরীষাকে সম্মান, স্যালুট জানান নেটিজেনরা।
অন্ধ্রপ্রদেশ পুলিশ এই ঘটনার কথা জানিয়ে একটি ভিডিয়ো টুইট করেছে। তাতে শোনা যাচ্ছে, শিরীষাকে কেউ বারবার অনুরোধ করছেন, ‘প্লিজ ছেড়ে দিন ম্যাডাম।’ কিন্তু তিনি নাছোড়। পুলিশ অফিসারের প্রশংসা করেছেন ডিজিপি গৌতম সাওয়াং।
উর্দিধারীদের মানবিক মুখ নানা সময়ে দেখা যায়। করোনাকালে আরও বেশি করে ধরা পড়েছে তা। সেই তালিকায় নবতম এবং অবশ্যই অন্যতম ব্যতিক্রমী সংযোজন শিরীষা। তবে বিষয়টিকে তেমন গুরুত্বই দিচ্ছেন না ওই তরুণী। এ ব্যাপারে তাঁর ছোট্ট প্রতিক্রিয়া — ‘ও ঠিক আছে!’
- Ad-
- Ad -
- Ad -
- Ad -
- Ad -