টাইম স্কোয়ারে রাম মন্দিরের ভূমি পুজোর থ্রি ডি প্রদর্শন , চলবে মিষ্টি বিতরণ

 খবর এইসময়, নিউজ ডেস্কঃ  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ৫ অগাস্ট। ওইদিনের ইতিহাসিক মুহূর্তের তদারকি করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর ওইদিনই এই ঐতিহাসিক মুহূর্তে ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে। বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত।

এই বিষয় আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন যে “ঐতিহাসিক মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দিরের দর্শন করতে পারবেন।“

 তিনি আরও জানিয়েছেন, ‘ইতিমধ্যেই টাইমস স্কোয়ারের বিলবোর্ডগুলো এই অনুষ্ঠানের জন্য ভাড়া করার কথা পাকা হয়ে গিয়েছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি এলইডি ডিসপ্লে স্ক্রিন, যেখানে ভগবান রামের ছবি দেখানো হবে এবং মার্কিন মুলুকে থাকা ভারতীয় সম্প্রদায়ের মানুষজন ঐদিন সকলকে মিষ্টি বিতরণ করতে টাইমস স্কোয়ারে সমবেত হবেন।’

তিনি বলেছেন, “রাম মন্দির নির্মাণের ঘটনা আসলে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের কাছে একটি স্বপ্ন বাস্তব হওয়ার মতন বিষয় জা হতে চলেছে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে। সত্যিই ৬ বছর আগে আমরা কখনই ভাবিনি যে এই দিন এত তাড়াতাড়ি আসবে। তবে প্রধানমন্ত্রী মোদির জন্যেই এই দিনটি এসেছে তাই আমরা এটা দারুণ ভাবে উদযাপন করতে চাই।”

জানা গিয়েছে, ৫ অগাস্ট সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত দিনভর হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে টাইমস স্কোয়ারে। এছাড়া সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের প্রতিকৃতি এবং নানা ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি ডি প্রতিকৃতি। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির ভিত্তি প্রস্তর স্থাপনের ছবিও প্রদর্শিত হবে।

Google news