খবরএইসময়,নিউজ ডেস্কঃ মাসখানেক আগে ভুয়ো ছবি দিয়ে দাবি করেছিলেন,নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তিনি।জিতবেন কি না জানা নেই, তবে এ বারের পুরস্কারের জন্য অন্তত মনোনীত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুয়ো ছবি পোস্ট করে মাতামাতি করলেও নাম মনোনীত হওয়ার পরে অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
পাশাপাশি মনোনীতদের তালিকায় আছেন হোয়াইট হাউজের প্রাক্তন উপদেষ্টা তথা ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারও। আছেন তাঁর ডেপুটি অ্যাভি বারকোউইৎজ। ইজরায়েল এবং আরব দেশগুলির মধ্যে ‘অ্যাব্রাহাম অ্যাকর্ড’ নিয়ে আলোচনার জন্য তাঁদের এই মনোনয়ন। এই দু’জনকে মনোনীত করেছেন হার্ভার্ড ল স্কুলের প্রফেসর এমেরিটাস অ্যালান ডারশোউইৎজ। শ্বশুরমশাইয়ের কোনও প্রতিক্রিয়া না-মিললেও কুশনার অবশ্য বিবৃতি জারি করে জানিয়েছেন — এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন।
আগামী অক্টোবর মাসে পুরস্কার দেওয়া হবে। তার আগে রবিবার পর্যন্ত ছিল নাম মনোনীত করার সময়সীমা। সেখানে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির নামও আছে। মনোনীত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। থুনবার্গের নাম মনোনীত করার কারণ হিসাবে বলা হয়েছে — পরিবেশ সমস্যার সঙ্গে লড়াইয়ে অন্যতম সরব এই কিশোরী। তার প্রচার দল ‘ফ্রাইডেস ফর ফিউচার’ও স্থান পেয়েছে তালিকায়। নরওয়ের প্রাক্তন মন্ত্রী ওলা এলভেস্টুয়েন নাভালনিকে মনোনীত করেন। রাশিয়ায় শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর লড়াইয়ের জন্য মনোনয়ন পেয়েছেন নাভালনি।
বিশ্বজোড়া জন প্রতিনিধি থেকে শুরু করে প্রাক্তন বিজয়ী — হাজার হাজার মানুষ নাম মনোনীত করতে পারেন। এতে নোবেল কমিটির সিলমোহর প্রয়োজন হয় না।
- Ad-
- Ad -
- Ad -
- Ad -
- Ad -