ট্রাক্টর ব়্যালিতে গোলমালে গ্রেফতার ফেরার অভিনেতা দীপ সিধু

নিউজ ডেস্ক: পাঞ্জাবি অভিনেতা তথা প্রতিবাদী দীপ সাধুকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। ২৬ জানুয়ারি ট্র্যাক্টর র‍্যালিতে হিংসার ঘটনায় জড়িত সন্দেহে তাঁর খোঁজে তল্লাশি চলছিল। সোমবার রাতে গ্রেপ্তার করা হয় দীপকে।
অভিনেতা-সহ আট জনের ব্যাপারে তথ্য জানানো হলে ৬ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে গত সপ্তাহে ঘোষণা করে পুলিশ। সেই সূত্রেই এই গ্রেপ্তারি বলে খবর। এর মধ্যে পান্ডা দীপ এবং যুগরাজের নামে পুরস্কারমূল্য ছিল ১ লক্ষ টাকা। পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে তল্লাশি চালিয়েও তাঁদের ধরা যাচ্ছিল না। তাঁদের পরিবারেরও অনেকের হদিস মিলছিল না বলে পুলিশ সূত্রে খবর।
এরই মধ্যে আবার বছর ৩৬-এর দীপ ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। ২৬ জানুয়ারির গোলমালে একাধিক বার তাঁকে দেখা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ থেকে লালকেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলন, সবেতেই নাম জড়িয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, ১০০টি ট্র্যাক্টর-সহ ২৬০-রও বেশি গাড়িকে চিহ্নিত করা হয়েছে যেগুলো সেদিন গোলমালে ব্যবহার করা হয়েছিল। আন্দোলনের বিতর্কিত এই চরিত্রকৃষক নেতাদের কাছেও বিশেষ গ্রহণযোগ্য নন। তাঁদের অভিযোগ, ষড়যন্ত্র করে আন্দোলনকে বিপথে চালিত করতে চান এই অভিনেতা। পাল্টা দীপ বলেন, ‘আমাকে প্রতারক বলা হলে সব কৃষক নেতাই প্রতারক।’ আন্দোলনের পথে পিছু হটার কথা বলেও কৃষক নেতাদের বেঁধেন তিনি।

Google news