দেশের খবরশিরোনাম৯ মাস পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, খুশি ভক্তরাBy Khabor Ei Samay Desk - December 23, 2020 , 3:54 PMShareFacebook Twitter WhatsApp Pinterest Email Print Telegram বিশেষ প্রতিনিধি,পুরীঃ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। দীর্ঘ ৯ মাস পর আজ বুধবার সকাল ৭টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা৷মহামারীর প্রকোপে গত ৯ মাস ধরে বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ এতদিন শুধুমাত্র মন্দিরের মূল প্রবেশদ্বারই খোলা হত৷ তবে মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে, কোভিড প্রোটোকল মেনে ধাপে ধাপে সর্বসাধারণকে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করা হবে৷তবে শুরুতেই সবাই মন্দিরে ঢুকতে পারবেন না৷ প্রথম তিনদিন শুধুমাত্র সেবায়েতদের পরিবারের লোকজনেরাই মন্দিরে ঢুকতে পারবেন৷ তারপর সুযোগ পাবেন পুরীর বাসিন্দারা৷ ৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার৷অর্থাৎ এই বছর আর মন্দিরে জগন্নাথ দর্শন হবে না সকলের৷ জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর অবধি সেবায়েতদের পরিবারের সদস্যদের মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হবে৷ ৩১ ডিসেম্বর অবধি এই সুযোগ পাবেন পুরী শহরের বাসিন্দারা৷ এরপর নতুন বছরের প্রথম ও দ্বিতীয় দিন বন্ধ রাখা হবে মন্দিরে প্রবেশ৷এরপর পুরোদমে দেশ-বিদেশের পুন্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে যাবে ৩রা জানুয়ারি থেকে৷সেখানে মানতে হবে কোভিড বিধি৷ মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দুরত্ববিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে৷ মন্দিরের ভেতর প্রদীপ বা ফুল দেওয়া চলবে না৷ ভোগ বিতরণের ক্ষেত্রেও নিয়ম মানবে মন্দির কর্তৃপক্ষ৷