West Midnapore: প্রতিবন্ধীর পর এবার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ পশ্চিম মেদিনীপুরে

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ফের ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল এবারও পশ্চিম মেদিনীপুর। দিনকয়েক আগেই, পিংলার প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য-কে। আর, এবার ঘটনাস্থল, পিংলার পাশেই ডেবরা! যদিও, নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই।

তবে, দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা থাকত ডেবরা ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের একটি গ্রামে (সামাজিক নিরাপত্তার স্বার্থে গ্রামের নাম গোপন রাখা হল), নিজের মামাবাড়িতে। সেখানে থেকেই সে পড়াশুনা করতো। অভিযোগ অনুযায়ী, রবিবার বিকেলে, মামাবাড়ির লোকজনদের অনুপস্থিতিতে, ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষন করে এলাকারই এক যুবক।

অভিযুক্ত যুবকের নাম মঙ্গল মান্ডী। মেয়েটির দিদিমার অভিযোগ, বিকেলে কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখে নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে! পরে ঘটনা জানতে পেরে, এলাকায় পৌঁছন ডেবরা থানার পুলিশ আধিকারিকরা। নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।

তবে, অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ তার সন্ধান চালাচ্ছে। এদিকে, সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

Google news