Budge Budge Blast : এগরার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

 

 

 

 

খবর এইসময় ডেস্ক: পূর্ব মেদিনীপুর এগরার বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে ফের বাজি কারখানায় বিস্ফোরণ । দক্ষিণ ২৪ পরগণার বজবজ থানার অন্তর্গত দাসপাড়ায় সন্ধ্যা ৭টায় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তীব্র শব্দে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর বাড়ির মালিক জয়দেব ঘাঁটির বাড়ির ছাদে বিস্ফোরণটি হয়। বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। ছাদে একাধিক তুবড়ি ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতেও দেখা যায়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ঘাঁটি পরিবারের তিন সদস্যর। জয়দেবের স্ত্রী পম্পা ঘাঁটি(৪৫) , জয়দেবের শাশুড়ি যমুনা দাস(৬৫) সহ মেয়ে জয়শ্রী ঘাঁটি(১০)। এখনও বাড়তি পারে আহতের সংখ্যা এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

 

বিস্ফোরণের খবর শুনে ঘটনা স্থলে ছুটে আসে বজবজ থানার পুলিশ সহ দমকলের দুটি ইঞ্জিন। তবে সরু রাস্তা হওয়ায় দমকল প্রবেশে বেশ সমস্যায় পড়তে হয়।

 

গত সপ্তাহে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের স্মৃতি এখনো টাটকা। যেই ঘটনায় ১২জনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। পর পর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ যা নিয়ে রীতিমতো ভাবনায় পুলিসমহল।

বজবজের আজকের ঘটনার পিছনে ঠিক কি কারণ? ঘটনায় কে কে জড়িয়ে? সব বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

 

Google news