Primary TET Recruitment: আরও ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ , পুজোর আগে বিচারপতি গাঙ্গুলির উপহার

খবর এইসময় ডেস্ক: আগে ১৮৫ জনের পর প্রাথমিক টেট উত্তীর্ণ আরো ৬৫ জনকে  নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাঁদের। সোমবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি।  এই নির্দেশের পর পুজোর আগে চাকরি পেতে চলেছেন মোট ২৫০ জন।ফলে পুজোর মুখে বিরাট সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে।

২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। যারা সেগুলির উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দিতে বলেছিল আদালত। তার ভিত্তিতে ১৮৫ জনকে আগেই চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার আরও ৬৫ জন যুক্ত হলেন সেই তালিকায়।

আদালত বলেছে, ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের নিয়োগ করতে হবে। আগের বারের মত এদিনও বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, যদি শূন্যপদ না থাকে তাহলে তা তৈরি করে নিয়োগ করতে হবে।

২০১৪ সালে টেট পরীক্ষা  হলেও ভুল প্রশ্নের বিষয়টি সামনে আসে ২০১৮ সালে। তা নিয়ে হাইকোর্টের মামলা হয়। আদালত একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেয় বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারপর সেই কমিটি রিপোর্ট দিয়ে জানায়, ছ’টি প্রশ্ন ভুল ছিল।

এদিন আদালত স্পষ্ট করে নির্দেশ দেয়, যারা ওই ছ’টি প্রশ্নের  যে ক’টির উত্তর লিখেছিলেন তাঁদের সেই হিসেবে নম্বর যোগ করতে হবে। এতে অনেকেরই ৬ নম্বর করে বেড়ে যায়। এই রকম ১৮৫ জনকে আগেই নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিল আদালত। তবে বিচারপতির এই নির্দেশের জেরে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে। বিচারপতি তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন ওয়াকিবহাল মহল ।

Google news