Flight Left Passengers: নির্দিষ্ট সময়ের পাঁচ ঘণ্টা আগে ৩৫ জন যাত্রীকে রেখে সিঙ্গাপুর পাড়ি দিল বিমান, উত্তেজনা অমৃতসর বিমানবন্দরে

খবর এইসময়, ওয়েব ডেস্ক: ৩৫ জন যাত্রীকে রেখে নির্ধারিত সময়ের আগেই অমৃতসর বিমানবন্দর থেকে উড়ে গেল একটি বিমান। এরপরেই বিমানবন্দরে যাত্রীদের মধ্যে চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। স্কুট এয়ারলাইনস বিমান সংস্থা তার জবাবে বলেছে যে যাত্রীদের মেল পাঠিয়ে সময় পরিবর্তন সম্পর্কে অবহিত করা হয়েছিল।

স্কুট এয়ারলাইন কোম্পানির বিমানটি সন্ধ্যা ৭.৫৫ মিনিটে অমৃতসর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি পাঁচ ঘণ্টা আগেই বিকাল ৩টার সময় উড়ে যায়, যার কারণে ৩৫ জন যাত্রী বিমানবন্দরে থেকে যায়। এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে ফ্লাইটের পুনঃনির্ধারণের বিষয়ে সমস্ত যাত্রীদের একটি ই-মেইল পাঠানো হয়েছে।

এর আগে ১০ জানুয়ারী, গো ফার্স্টের একটি বিমান ৫০ জনেরও বেশি যাত্রীকে ছেড়ে দিয়েছিল। ফ্লাইটটি যখন টেক অফ করে তখন এই বিমানের যাত্রীরা রানওয়েতে বাসে উঠছিলেন। কিন্তু ফ্লাইট তাদেরকে রেখে দিয়ে উড়ে যায়।

Google news