ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চায় তৃতীয় স্থানাধিকারী অরিত্র

খবর এইসময়, ব্যারাকপুরঃ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করল উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। খড়দহ রহড়া পশ্চিম পাড়ার বাসিন্দা ধনঞ্জয় মাইতি ও সুতপা মাইতির ছোট ছেলে অরিত্র।মিশনের মহারাজদের কাছ থেকে জানা গিয়েছে ছোটবেলা থেকেই খুব মেধাবী অরিত্র। শুরু থেকেই ক্লাসে প্রথম হয়ে আসছিল সে।

অরিত্র জানায়, পড়াশোনা ছাড়া সে ফুটবল খেলতে এবং ছবি আঁকতে ভালবাসে। মা সুতপা মাইতি বলেন, ‘‘অরিত্র যে ভাল রেজাল্ট করবে সেটা জানতাম। কারণ ও খুব ছোটবেলা থেকেই নিজেরটা খুব বুঝত। ওকে পড়াশোনা নিয়ে কখনও কিছু বলতে হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘প্রতিটা সাবজেক্টের জন্য ওকে আলাদা আলাদা টিচার দিয়েছি। প্রত্যেকেই খুব ভাল গাইড করেছেন অরিত্রকে। তবে ওর পড়াশোনার ক্ষেত্রে সেভাবে ছকে বাঁধা সময় ছিল না। যখন মনে হয়েছে তখনই বই নিয়ে বসে যেত।’’

এদিন মিশনে মহারাজের সঙ্গে দেখা করতে এসে সে বলে, ‘‘প্রথম দশ জনের মধ্যে থাকব সেটা পরীক্ষার পরই মা-বাবাকে বলেছিলাম। তবে এতটা বেশি নম্বর পাব ভাবিনি তবে খুব আনন্দ পেয়েছি। আমি কোনও প্রথাগতভাবে পড়াশোনা করতাম না।’’

অরিত্রর কথায়, ‘‘সারাদিনে ৫ থেকে ৬ ঘণ্টার বেশি পরতাম না৷ তবে পরীক্ষা যত কাছে এসেছে ততটা বেশি সময় দিয়েছি পড়াশোনার জন্য। আমার সব বিষয়ই পড়তে ভাল লাগে তবে আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই। ভবিষ্যতে কি হব সেরকম কোনও চিন্তাভাবনা না করলেও ফিজিক্স নিয়েই পড়ব।’’